E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ইট ভাটায় ব্যবহার হচ্ছে ফসলি জমির মাটি, নষ্ট হচ্ছে পরিবেশ 

২০২৫ ফেব্রুয়ারি ১১ ১৯:১৭:৫৫
ইট ভাটায় ব্যবহার হচ্ছে ফসলি জমির মাটি, নষ্ট হচ্ছে পরিবেশ 

দিলীপ চন্দ, ফরিদপুর : ইট ভাটায় ব্যবহার হচ্ছে ফসলি জমির মাটি। এতে জমির উর্বরতা নষ্ট হওয়ায় ফসল উৎপাদন কমে যাচ্ছে সেই সাথে নষ্ট হচ্ছে পরিবেশ। ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের হাট গোবিন্দপুর বাজারের পাশে আর এন বি ইটভাটায় ফসলি জমি থেকে মাটি কেটে তৈরি করা হচ্ছে ইট। ইটভাটার মালিক আসাদুজ্জামান বিশ্বাস দীর্ঘদিন ধরে ইটভাটাটি কোন নবায়ন বা অনুমতি ছাড়াই ইট ভাটাটির কার্যক্রম পরিচালনা করছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষ বলছেন অনুমতিবিহীন এ ধরনের কার্যক্রম পরিচালনা দণ্ডনীয় অপরাধ।

এ বিষয়ে ইটভাটাটির ম্যানেজারের সঙ্গে দেখা করতে চাইলে তিনি অসুস্থতার কথা বলে আমাদের সঙ্গে দেখা করেন নাই। মালিকের মুঠোফোনে কথা বললে তিনি বিষয়টি নিয়ে উত্তেজিত হয়ে যান এবং চা মিষ্টি খাওয়ার অফার করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, আমাদের কৃষি জমির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা হচ্ছে মাটির উপরিভাগ যাকে আমরা টকশয়েল বলি। মূলত জমির উর্বরতা এখানেই থাকে আর এখান থেকেই খাবার গ্রহণ করা গাছ। সম্প্রতি আমরা দেখব যে ইটভাটার মালিকরা নতুন আমাদের এই মাটির উপরিভাগ কেটে নিয়ে যায়। আমি এদেরকে দুর্বৃত্ত বলেই আখ্যায়িত করব। আমরা কৃষকদের প্রোগ্রামে তাদেরকে অনুপ্রাণিত করে যে আপনারা কখনোই মাটির উপরিভাগ বিক্রি করবেন না, করলে সে ক্ষেত্রে মাটি অনুর্বর হয়ে যাবে এবং আগামী ২০ বছরও আপনি সে জমি থেকে ভালো ফসল উৎপাদন করতে পারবেন না। আমাদের কাজ হচ্ছে সচেতনাবৃদ্ধি আমাদের মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ কৃষকদের সচেতন করে যাচ্ছেন যাতে কৃষক তাদের মাটিটা না বিক্রি করে।

ফরিদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সাঈদ আনোয়ার বলেন, আপনি যে ভাটার কথা বললেন সেই ইটভাটাটি বর্তমানে অবৈধ। এটার এক সময় ছাড়পত্র ছিল কিন্তু আমাদের যে ভাটা স্থাপন আইন ২০১৩ সংশোধিত ২০১৯ এই আইনে বলা হয়েছে ১ কিলোমিটার দূরত্বের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান থাকলে ভাটা গ্রহণযোগ্য নয় এবং এটা নিষিদ্ধ এলাকা হিসেবে গ্রহণযোগ্য। এই ক্রাইটেরিয়ায় পড়াতে বর্তমান এই ইট ভাটাটির ছাড়পত্র নবায়ন হচ্ছে না একই সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয় থেকেও ছাড়পত্র নবায়ন করা হচ্ছে না সেই বিবেচনায় বর্তমানে আর এন বি ইটভাটাটি সম্পূর্ণ অবৈধ। এই অবৈধ বাটাটির বিরুদ্ধে আমরা শীঘ্রই মোবাইল কোর্ট পরিচালনা করব।

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) ইসরাত জাহান বলেন, আপনাদের মাধ্যমে জানতে পারলাম আর এম বি ব্রিকস যেটা আমাদের ফরিদপুর সদরের হাট গোবিন্দপুর এলাকায় আছে লাইসেন্সবিহীন ইটভাটা পরিচালনা করছেন এবং ফসলে জমি থেকে মাটি কাটছেন এ বিষয়ে আমাদের যে প্রচলিত আইন আছে ২০০৫ সালের ইট ভাটার ক্ষেত্রে ভালো মহল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী আমরা কিভাবে এটা রোধ করা যায় আমরা সে ব্যবস্থা নেব।

(ডিসি/এসপি/ফেব্রুয়ারি ১১, ২০২৫)

পাঠকের মতামত:

১২ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test