E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ময়মনসিংহ ১ নম্বর পুলিশ ফাঁড়ি ইনচার্জ কমর উদ্দীন 

দায়িত্ব নেওয়ার পর মাদক-সন্ত্রাস-চাঁদাবাজ ও ফুটপাত দখলমুক্ত 

২০২৫ ফেব্রুয়ারি ১১ ১৮:৩৩:০৫
দায়িত্ব নেওয়ার পর মাদক-সন্ত্রাস-চাঁদাবাজ ও ফুটপাত দখলমুক্ত 

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহ জেলা পুলিশের সর্ব ব্যস্ততম ১ নম্বর পুলিশ ফাঁড়িতে যোগদান করেই যে ব্যক্তিটি নাগরিক সেবায় প্রথম কাজটি করেন গাঙ্গীনারপাড় ফুটপাত দখল মুক্ত করে। এ পর্যন্ত কোনো প্রকারেই আইনশৃঙ্খলা বাহিনী এই ফুটপাত থেকে হকার উচ্ছেদ করতে পারেন নাই, কিন্তু ইনেসপেক্টর কমর উদ্দীনের চৌকস বুদ্ধিমত্তায় এই কাজটি তিনি করে দেখিয়েছেন এবং শহরবাসীর প্রশংসায় তিনি এখন ভাসছেন। 

শহরে ১ নম্বর ফাঁড়ির দায়িত্ব পুর্নএলাকায় চুরি, ছিনতাই, মাদক ব্যবসাসহ এখন সমাজবিরোধী এলাকা ছেড়ে পালিয়ে যায়। একের পর এক মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে তিনি অভিযান চালিয়ে মাদক সহ মাদক ব্যবসায়ীদের আটক ও আইনের হাতে সোপর্দ সহ ফাঁড়ির দায়িত্বপূর্ণ এলাকায় তিনি নিজে তদারকি, তল্লাশি ও অভিযানে নেত্রীত্বদান করে আইনশৃঙ্খলা উন্নয়ন ঘটিয়েছেন। তিনি অত্র দায়িত্বপু্র্ন এলাকায় ফুটপাত হকারমুক্ত, সহ চুরি, ছিনতাই, হাইজ্যাক, ও মাদকের বিরুদ্ধে সাবর্ক্ষনিক পরিস্থিতির উপর নজর রাখছেন।

এ ব্যাপারে রাতে ফাঁড়িতে কর্তব্যরত কনেষ্টবল সফিকুল ইসলামকে জিজ্ঞাসা করল তিনি বলেন, যে ইনচার্জ কমর উদ্দীনের আদেশ এই ফাঁড়ির সকল সদস্যদের নিয়মের ভিতর থেকে জনগণের সেবা দিতে হবে। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে ছাড় নয়, ন্যায়, সততা, নিষ্ঠার সহিত দায়িত্ব পালনে সবাইকে সজাগ থাকার আহবান জানান।

তিনি বলেন, আমাদের স্যার দায়িত্ব পালনে খুবই সচেতন, দিনে রাতে যে কোনো সময়ে কোন সেবা প্রত্যাশী যেন ফিরে না যান।

এই প্রতিবেদকের সাথে আলাপকালে ইনেসপেক্টর কমর উদ্দীন বলেন, পুলিশ এদেশের সন্তান, এ মাটি এ দেশ এদেশের মানুষ আমাদের। দেশের আর দেশের মানুষের সেবা ব্রত নিয়েই আমরা পুলিশ বাহিনীতে আছি। জনগণকে নিরলস সেবা দিয়েই তিনি আত্বতৃপ্তি পান বলে জানান।

(এনআরকে/এসপি/ফেব্রুয়ারি ১১, ২০২৫)

পাঠকের মতামত:

১২ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test