E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

গোপালগঞ্জে রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর

২০২৫ ফেব্রুয়ারি ১১ ১৮:২৭:২৯
গোপালগঞ্জে রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে একটি পারিবারিক রাধাকৃষ্ণ মন্দিরে পাঁচটি প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার দিবাগত রাতে কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের সুশান্ত দাসের বাড়িতে এ ঘটনা ঘটেছে।

বাড়ির মালিক সুশান্ত দাস জানান, রাত ৮টার দিকে লন্ড্রীর দোকান থেকে কাজ শেষ করে বাড়িতে আসেন। রাত ৯টার দিকে প্রতিমাগুলো অক্ষত দেখে তিনি ঘুমাতে যান। ভোর ৬টায় সময় মন্দিরে পূজা দিতে গিয়ে তিনি রাধা, কৃষ্ণ, লক্ষ্মী ও লোকনাথের প্রতিমা ভাংচুর ও পুজার সরঞ্জামাদি ক্ষতিগ্রস্থ দেখতে পান।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কাশিয়ানী উপজেলার অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর রাসেদের নেতৃত্বে সেনাবাহিনীর টহল দল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মাহবুবুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), সিনিয়র সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) আব্দুল বাছেদ, কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফি উদ্দিন খান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ও পুলিশের বিশেষ শাখার কর্মকর্তারা।

কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত মন্দিরের মালিক থানায় এসেছেন। মামলার প্রস্তুতি চলছে।’

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ১১, ২০২৫)

পাঠকের মতামত:

১২ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test