E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

গাজীপুরে বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

২০২৫ ফেব্রুয়ারি ১১ ১৭:৫৫:০৫
গাজীপুরে বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে মাওনা বাজার নাইট বিল, টিফিল বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে প্রায় চার ঘণ্টা মাওনা-কালিয়াকৈর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ক্রাউন এক্সক্লুসিভ ওয়্যার লিমিটেডের শ্রমিকরা।

আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের তৈরি হয়। পরে দাবি মেনে নেয়ার আশ্বাসের প্রেক্ষিত্রে বেলা ১টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ক্রাউন এক্সক্লুসিভ ওয়্যার লিমিটেডের সুইং বিভাগের শ্রমিকরা জানান, কারখানাতে প্রায় তিন হাজারের মতো শ্রমিক কর্মরত আছে। শ্রম আইন অনুযায়ী ওভার টাইম সময়ের রাত্রীকালীন ডিউটি করার সময় নাইট বিল ও টিফিন দেয়া কথা থাকলেও তা কখনোই দেয়া হয়নি। এছাড়াও ঈদ বোনাস বেসিক বেতনের পুরোটা দেয়া থাকলেও ৪০ ভাগ বেতন দেয়া হয়। এছাড়া বাৎসরিক ছুটির বোনাস দেয়ার কথা থাকলেও তা বিভিন্ন ভাবে কেটে রেখে দেয়। এসব নিয়ে প্রতিবাদ করলে শ্রমিকদের মারধর করা হয় বলে শ্রমিকরা অভিযোগ তুলে আন্দোলনে নামেন।

বিষয়টি নিয়ে আমরা একাধিকবার কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসলে কর্তৃপক্ষ তা নিয়ে কোন আলোচনা করছে না, প্রতিনিয়তই শ্রমিকদের ঠকানো হচ্ছে।

গতবছরও এসব দাবি নিয়ে আন্দোলন করলে দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়া হলেও তা মেনে নেয়নি। আন্দোলন করলে দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়া হলে পরে তা কার্যকর করেনা কর্তৃপক্ষ।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষ কোন বক্তব্য দিতে রাজি হয়নি।

ঘটনাস্থলে উপস্থিত শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, আন্দোলনরদ শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমস্যার সমাধান করা হচ্ছে।

(এস/এসপি/ফেব্রুয়ারি ১১, ২০২৫)

পাঠকের মতামত:

১২ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test