E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

 রাজস্থলীতে মুমূর্ষু অবস্থায় হাতির শাবক উদ্ধার

২০২৫ ফেব্রুয়ারি ১১ ১৩:১৪:৪৭
 রাজস্থলীতে মুমূর্ষু অবস্থায় হাতির শাবক উদ্ধার

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটি রাজস্থলীতে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকা একটি হাতির শাবক উদ্ধার করেছে বনবিভাগ। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে রাজস্থলির প্রধান সড়ক সংলগ্ন গাইন্দ্যা ইউনিয়নের ওগারিপাড়ার চিতাখোলা নামক এলাকায় একটি খাদে হাতির শাবকটিকে পড়ে থাকতে দেখা যায়।

বনবিভাগের রাইখালী রেঞ্জের দায়িত্বে থাকা বনকর্মী হাসান এই প্রতিবেদককে মুঠোফোন

বলেন, সোমবার বিকেল সাড়ে ৩টায় কয়েকজন পথচারী একটি হাতির শাবক পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়। পরে আমাদের একটি টিম শাবকটিকে উদ্ধার করে।

অন্যদিকে রাজভিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আল আমিন এই প্রতিবেদককে মুঠোফোনে বলেন, ‘হাতির শাবকের বিষয়ে আমি জেনেছি। আমার কর্মীরা ঘটনাস্থলে গেছেন। তবে উদ্ধারের পর শাবকটির মায়ের জন্য ২৪ ঘণ্টা অপেক্ষা করে সিদ্ধান্ত নিয়েছি, আহত হাতি শাবককে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ডুলাহাজারা সাফারি পার্কে প্রেরণ করা হয়েছে। রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র গণমাধ্যম'কে বলেন, ওগারিপাড়া এলাকায় বন্যহাতির তাণ্ডব চলছে। বিষয়টি বনবিভাগকে জানানো হয়েছে। বন বিভাগ শাবকটি উদ্ধার করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন।

এদিকে, স্থানীয়রা জানায়, রবিবার হাতির একটি দল এলাকায় এলে এলাকাবাসী আগুনে মশাল নিয়ে হাতি তাড়ানোর জন্য নিজেদের বাগানে আগুন দেয়। ফলে হাতির দলটি ছত্রভঙ্গ হয়ে ছুটোছুটি করে। ধারণা করা হচ্ছে এ শাবকটি তখন ঝিড়িতে পরে আর রাস্তায় উপরে উঠতে পারেনি তাই তার মায়ের সঙ্গে চলে যেতে পারেনি।

(আরএম/এএস/ফেব্রুয়ারি ১১, ২০২৫)

পাঠকের মতামত:

১২ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test