E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলা

ঈশ্বরদী বিএনপি’র দুঃখ প্রকাশ, তদন্তের অনুরোধ জানিয়ে সংবাদ সম্মেলন

২০২৫ ফেব্রুয়ারি ০৮ ১৫:০২:৪৯
ঈশ্বরদী বিএনপি’র দুঃখ প্রকাশ, তদন্তের অনুরোধ জানিয়ে সংবাদ সম্মেলন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ ও ঘটনা তদন্তের অনুরোধ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ঈশ্বরদী বিএনপি’র নেতৃবৃন্দ। উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। লিখিত বক্তব্য পাঠ করেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস.এম ফজলুর রহমান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, জাকারিয়া পিন্টু ও মকলেছুর রহমান বাবলুসহ ঈশ্বরদী বিএনপির ৪৭ জন নেতা-কর্মির নামে শেখ হাসিনার ট্রেনে হামলার মিথ্যা মামলায় নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টের আপিল বিভাগে গত ৫ ফেব্রুয়ারি রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার পর প্রেস ব্রিফিংয়ের সময় ঢাকা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে অনাকাঙ্খিত ঘটনা ঘটে। আমরা এই ঘটনায় দুঃখ প্রকাশ করছি। সেদিনের প্রকৃত ঘটনা তুলে ধরার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

ঘটনার বর্ণনায় তিনি বলেন, ঘটনাটি দুঃখজনক। তবে আমাদের নেতা-কর্মীদের আগে থেকেই নির্দেশনা দেওয়া ছিল হাইকোর্ট প্রাঙ্গণে কোন বিশৃঙ্খলা করা যাবে না। সেসময় ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসানকে উপস্থিত ২/৩ জন অচেনা যুবক এসে ধাক্কা দেয় ও পেছন থেকে শার্টের কলার চেপে ধরে। এর পরপরই অচেনা ওই যুবকেরা সাংবাদিকের উপর চড়াও হয় এবং তাদের মারধর করে আহত করেন। প্রকৃত এই ঘটনার ভিডিও আমাদের কাছে রয়েছে। যা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। হামলাকারী ওই যুবকদের ধরতে গেলে তারা দৌড়ে পালিয়ে যায়। দলের কেউ তাদের চিনতে পারেনি। পরে মেহেদী হাসানকে এঘটনার জন্য দায়ী করে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্র থেকে বহিস্কার করা হয়।

আমরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের থেকে এই বহিস্কারাদেশের প্রতি সম্মান রেখে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতাদের অনুরোধ করছি, আপনাদের সিদ্ধান্তে পূর্ণ আস্থা আছে। আপনারা ভিডিও ফুটেজগুলো পর্যালোচনা করে ও প্রকৃত ঘটনা তদন্ত করে পূনঃসিদ্ধান্ত গ্রহনের জন্য আবেদন জানাচ্ছি। প্রকৃত দোষীদের সাংগঠনিক শাস্তির আওতায় আনা হোক এটা আমাদেরও চাওয়া।

(এসকেকে/এএস/ফেব্রুয়ারি ০৮, ২০২৫)

পাঠকের মতামত:

১৩ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test