E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

উৎসব আনন্দে মুখরিত সালথার ডাক্তার বাড়ি

২০২৫ ফেব্রুয়ারি ০৭ ২৩:৫৪:৪৮
উৎসব আনন্দে মুখরিত সালথার ডাক্তার বাড়ি

প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের বিষ্ণুদি গ্রামের চিকিৎসক বীরেন্দ্রনাথ অধিকারী মহাপ্রয়াণ দিবস উপলক্ষে ভাগবত পাঠ ও ১৬ প্রহরব্যাপী অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হয়ে দুই দিনব্যাপী দেশমাতৃকা ও বিশ্ব জননী সকল সন্তানের শান্তি কামনার্থে ভগবতীয় আলোচনায় নিত্য গোপাল মহন্ত, শ্রী শুভাষ বল্লভজী ও অষ্টকালীন লীলা কীর্তন এ শ্রীমতি অর্পনা সরকার, জয় শ্রী দেবী, দীলিপ বিশ্বাসের পরিবেশন ছিল মনমুগ্ধকর। এলাকার সকল দল মত নির্বিশেষে সকল ধর্মের মানুষ অনুষ্ঠানটি উপভোগ করেন।

তার উত্তরসূরী দেবাশীষ অধিকারী জানান, আমার পিতা মানুষের মাঝে দীর্ঘ দিন ধরে সেবা চিকিৎসা করে গেছেন, সুখে দুঃখে রাত বি-রাতে ডাক দিলেই ছুটে গেছেন। বিনামূল্যে চিকিৎসা সেবা দিতেন। আজকে তাঁর আত্মার শান্তি কামনাথে এই অনুষ্ঠান।এভাবে যেন প্রতিবছর করতে পারি সকলে চরন ধূলি দিয়ে কৃতার্থ করিবেন।

(পিবি/এএস/ফেব্রুয়ারি ০৭, ২০২৫)

পাঠকের মতামত:

১৮ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test