E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

আদমদীঘিতে আ.লীগ নেতা গ্রেপ্তার

২০২৫ ফেব্রুয়ারি ০৭ ১৮:২৪:০৫
আদমদীঘিতে আ.লীগ নেতা গ্রেপ্তার

আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে অগ্নিসংযোগ ও ভাংচুরের মামলায় আউয়াল শেখ (৪৩) নামের এক আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আউয়াল শেখ উপজেলার নসরতপুর ইউপির আওয়ামী লীগের সহ সভাপতি ও শাওইল বাজার এলাকার মৃত ওসমান গণি শেখের ছেলে। আজ শুক্রবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

জানা যায়, আদমদীঘিতে গত ১৯ ও ২৫ আগষ্ট বিএনপি এবং যুবদল অফিসে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় থানায় দুটি মামলা দায়ের করা হয়। এ মামলায় অজ্ঞাতসহ প্রায় ৫শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মীদের আসামী করা হয়েছে। ঘটনার পর থেকে গা-ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। গত বৃহস্পতিবার রাতে নিজ এলাকায় আত্মগোপনে ছিলেন নসরতপুর ইউপির আওয়ামী লীগের সহ সভাপতি আউয়াল শেখ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার

আউয়াল শেখকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনায় অন্যান্য আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।

(এস/এসপি/ফেব্রুয়ারি ০৭, ২০২৫)

পাঠকের মতামত:

১২ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test