E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

শ্যামনগরে বঙ্গবন্ধুর দু’টি ম্যুরাল ভেঙে গুড়িয়ে দিয়েছে ছাত্ররা

২০২৫ ফেব্রুয়ারি ০৭ ১৮:১৪:১৮
শ্যামনগরে বঙ্গবন্ধুর দু’টি ম্যুরাল ভেঙে গুড়িয়ে দিয়েছে ছাত্ররা

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধিরা সাতক্ষীরার শ্যামনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দু’টি ম্যুরাল গুড়িয়ে দিয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা পরিষদ ও মুক্তিযোদ্ধা সংসদের সামনে নির্মিত ম্যুরাল দু’টি ভেঙে ফেলা হয়। এসময় আ’লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বিরোধী বিভিন্ন শ্লোগান দেন তারা। বিকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা সাতটার পরেও চলে দু’টি ম্যুরাল ভাঙার কাজ।

এর আগে ছাত্র প্রতিনিধির প্রধান মো. মাসুম বিল্লাহর নেতৃত্বে একটি মিছিল বিকালের দিকে উপজেলা পরিষদের সামনে পৌঁছায়। একপর্যায়ে সেখানে একটি স্কেভেটর আনিয়ে নানামুখী শ্লোগান দেয়ার পাশাপাশি তারা ম্যুরাল ভাঙার কাজ শুরু করে।

এসময় সংক্ষিপ্ত পথসভায় দেয়া বক্তব্যে ছাত্র প্রতিনিধিরা বলেন, শেখ হাসিনা ও তার পরিবারের কোন অস্তিত্ব এদেশে রাখা হবে না।

তিনি ভারতে বসে ষড়যন্ত্রে লিপ্ত উল্লেখ করে বক্তারা বলেন, প্রতিবেশী দেশের পরামর্শে তিনি এসব অপকর্ম করে দেশকে অস্থিতিশীল করে তুলেছেন। এখনই শেখ হাসিনা ও তার পেটুয়া বাহিনীর লোকজন শান্ত না হলে সামনের দিনে আরও ভয়ংকর পরিণতির জন্য অপেক্ষা করতে হবে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিল্লাল হোসেন, আল মাছুদ, মো. মাসুমসহ স্থানীয় ছাত্র প্রতিনিধিরা।

জানতে চাইলে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনের শ্যামনগরের সমন্বয়ক মাসুম বিল্লাহ জানান, আপাত দু’টি ম্যুরাল ভাঙার কাজ শেষ হয়েছে। পরবর্তীতে পরিস্থিতিমত ব্যবস্থা নেওয়া হবে।

(আরকে/এসপি/ফেব্রুয়ারি ০৭, ২০২৫)

পাঠকের মতামত:

১২ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test