E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

অবৈধভাবে ইতালি যাত্রা, রাজৈরের কুদ্দুস বেপারী নিখোঁজ

২০২৫ ফেব্রুয়ারি ০৬ ১৯:৩৩:৪২
অবৈধভাবে ইতালি যাত্রা, রাজৈরের কুদ্দুস বেপারী নিখোঁজ

মাদারীপুর প্রতিনিধি : অবৈধভাবে ইতালি যাবার পথে মাদারীপুরের রাজৈর উপজেলার মজুমদারকান্দি গ্রামের কুদ্দুস বেপারী (৩২) নিখোঁজ আছেন। ইউরোপ গেলেই সকল স্বপ্ন পূরণ হবার আশায় নিখোঁজ কুদ্দুস বেপারীর পরিবার দিশেহারা হয়ে পড়েছেন।

নিখোঁজ কুদ্দুস বেপারী মাদারীপুরের রাজৈর উপজেলার মজুমদার কান্দি গ্রামের আতাহার বেপারীর ও শান্তি বেগমের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দ্রুত ইতালি নেয়ার প্রলোভন দেখান রাজৈর উপজেলার মজুমদারকান্দি গ্রামের মৃত হায়দার শেখের ছেলে দালাল মনির শেখ (৫০)। এরপর দালাল মনির শেখ ২ বিঘা জমি ইতালী প্রত্যাশী কুদ্দুস বেপারীর কাছ থেকে লিখে নেন। যার মূল্য প্রায় ৬০ লাখ টাকা। পরে গত চার মাস আগে ইতালী যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর লিবিয়ায় গেম ঘরে অবস্থান করেন। সম্প্রতি লিবিয়ায় নৌকা ডুবির ঘটনার পর থেকে কুদ্দুস বেপারী নিখোজ হন। এরপর থেকে তার পরিবারের সাথে কোন যোগাযোগ নেই।

খোঁজ নিয়ে আরো জানা যায়, দালাল মনির শেখ দুই বছর আগেও দর্জির কাজ করতেন। এরপর বিভিন্ন যুবকদের প্রলোভনের ফাদে ফেলে অবৈধপথে ইতালী নেয়ার কাজ শুরু করেন মনির। তারমাধ্যমেই ইতালী যাবার জন্য বাড়ি থেকে বের হন কুদ্দুস বেপারী।

নিখোঁজ কুদ্দুস বেপারীর স্ত্রী দিনা আক্তার বলেন, প্রায় তিন বছর আগে আমাদের বিয়ে হয়। আমাদের সংসারে আট মাস বয়সের একটি ছেলে সন্তানও আছে। হঠাৎ দালাল মনিরের প্রলোভন পরে প্রায় ৬০ লাখ টাকা দামের ২ বিঘা জমি গোপণে লিখে নেয়। আমরা কোন কিছুই জানতাম না। পরে হঠাৎ একদিন বাড়ি থেকে বের হওয়ার সময় আমার স্বামী জানায় মনির দালালের মাধ্যমে সে লিবিয়া হয়ে ইতালী যাচ্ছে। ৪ মাস লিবিয়ায় ছিল। তখন তার সাথে কথা হয়েছে। কিন্তু গত প্রায় ১৪ দিন ধরে কোন কথা হয় না, তার কোন খোঁজও পাচ্ছি না। এদিকে দালালও পালিয়ে গেছে এবং তার ফোনও বন্ধ। একপর্যায়ে জানতে পারি গত ২৪ জানুয়ারী নাকি লিবিয়ার বেনগাজি থেকে ৪৩ জনের গেম দিয়েছে, তাতে অনেকেই মারা গেছেন এবং অনেকেই নিখোঁজ আছেন। সেই থেকেই আমার স্বামীরও কোন খোঁজ নেই। এখন আমার ছেলেকে নিয়ে আমি কিভাবে বাঁচবো। এ ঘটনায় দালালের কঠোর বিচার চাই।

নিখোঁজ কুদ্দুস বেপারীর ভাই সোবহান বেপারী বলেন, আমার ভাইকে ইতালি নেওয়ার প্রলোভন দেখিয়ে ২ বিঘা জমি লিখে নিয়েছে মনির দালাল। আমার বাবা ও আমাকে কিছুই জানায়নি। সর্বশেষ ২২ জানুয়ারি আমার ভাই আমাদের জানিয়েছিলো, গেম দেবে তাই তার ফোন এখন নিয়ে যাবে। এরপর আর ভাইয়ের সাথে কোন কথা হয়নি। গেম দেওয়ার কথা ছিল ২৫ জানুয়ারী। কিন্তু কবে গেম দিয়েছে, আমার ভাই বেচে আছে কিনা, কিছুই জানিনা। এরপর থেকে আর কোন যোগাযোগ নেই। দালালও ফোন বন্ধ করে গা ঢাকা দিয়েছে। আমরা কি করবো, জানিনা। আমার ভাই বেচে আছে কিনা তাও জানিনা। আমরা দালাল মনিরের বিচার চাই।

নিখোঁজ কুদ্দুস বেপারী মা শান্তি বেগম বলেন, আমার ছেলে কাউকে কিছু না জানিয়ে দালাল মনিরকে ২ বিঘা জমি লিখে দিয়েছেন। তার বিনিময়ে কুদ্দুসকে ইতালী নিবে। আমরা এর কিছুই জানতাম না। হঠাৎ একদিন বলে আমি ইতালী যাই। লিবিয়া হয়ে ইতালী যাবো। আমাদের আর কোন দুঃখ থাকবে না। কিন্তু আমার ছেলে বর্তমানে কোন যোগাযোগ নেই। আমার ছেলে বেচে আছে কিনা তাও জানিনা। আমি এই মনির দালালের বিচার চাই, আমার ছেলের সন্ধান চাই।

মাদারীপুরের পুলিশ সুপার মো. সাইফুজ্জামান বলেন, এ বিষয়ে ভুক্তভোগী পরিবার চাইলে মামলা করতে পারেন। আমরা তাদের সহযোগিতা করবো। মানবপাচারকারীদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে। এছাড়া এই অবৈধভাবে জীবনের ঝুঁকি নিয়ে আর কেউ যেন না যান, সে বিষয়ে আমরা সচেতনতামূলক সভা করছি।

এ ব্যাপারে দালাল মনির শেখের মোবাইল বন্ধ পাওয়ায় তার বক্তব্য দেয়া সম্ভব হয়নি। তাছাড়া তার বাড়িও তালাবন্ধ পাওয়া গেছে।

(এএসএ/এসপি/ফেব্রুয়ারি ০৬, ২০২৫)

পাঠকের মতামত:

১২ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test