E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

নড়াইলে জোরপূর্বক জমি দখল করে ফসল কেটে নিল দুর্বৃত্তরা

২০২৫ ফেব্রুয়ারি ০৫ ২০:২৪:৪৭
নড়াইলে জোরপূর্বক জমি দখল করে ফসল কেটে নিল দুর্বৃত্তরা

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার কুমোরডাঙ্গা গ্রামে জোর পূর্বক জমি দখল করে ফসল কেটে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। ঘটনার পর পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করলেও ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারে নাই। এদিকে জমি দখলের ঘটনায় ওই গ্রামের বিবাদমান দুটি পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সম্ভাব্য হামলা-মামলার ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছে গ্রামবাসী।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮ টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের কুমোরডাঙা গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমোরডাঙ্গা গ্রামের ইতনা বারপাড়া মৌজার ৫ নং সিটের ২৫১৬ নং খতিয়ানের ৫৮ ও ৭৯ নং দাগের ১৫ একর ৩৪ শতাংশ জমির মালিক ছিলেন মৃত আব্দুল হক শেখ।

পরবর্তীতে তার পুত্র আবুল হোসেন শেখসহ পরিবারের অন্যান্য সদস্যরা নির্বিঘ্নে ওই জমি ভোগদখল করে ফসল উৎপাদন করে আসছেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৭ টার দিকে ইতনা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বর পলাশ শেখের নেতৃত্বে স্থানীয় সন্ত্রাসী মহাসিন শেখ, আইয়ুব শেখ, ইনসান শেখ, তিতাস শেখ, শাহীন শেখ, মাসুম শেখ, রহমত শেখসহ প্রায় অর্ধ শতাধিক দুর্বৃত্ত রামদা, ছ্যানদা, হকিস্টিক, লোহাররড, লাঠিসোঁটাসহ ওই ফসলি জমিতে জোরপূর্বক প্রবেশ করে সমুদয় পাকা শরিষা, কলাই, পিয়াজ,রসুন তুলে নিয়ে যায়। লুটকৃত মালামালের আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা

লোহাগড়া থানার এস আই (ইতনা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত বিট অফিসার) মোঃ সুমন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বর্তমানে ওই গ্রামের সার্বিক পরিস্হিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান বলেন বিষয়টি জানা মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানোহয়েছে । এ বিষয়ে এখনো কোন অভিযোগ বা মামলা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

(আরএম/এএস/ফেব্রুয়ারি ০৫, ২০২৫)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test