E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের উপর গণশুণানী অনুষ্ঠিত

২০২৫ ফেব্রুয়ারি ০৫ ১৯:৪০:৪৪
বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের উপর গণশুণানী অনুষ্ঠিত

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের উপর গণশুণানী অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেল চারটায় সাতক্ষীরা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ শুনানী অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও বিআরটিএ সাতক্ষীরার আয়োজনে গণশুনানীতে অংশ নেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবীর, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রিপন বিশ্বাস, বিআরটিএ সাতক্ষীরা জেলা শাখার সহকারি পরিচালক মাহাবুব কবীর, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, ট্রাফিক ইনসপেক্টর মাহাবুব কবীর, সদর সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক শামীম আহম্মেদ, মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার, জেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ আবুল কালাম বাবলা, জেলা বাস মালিক সমিতির কার্যকরি সভাপতি জামালউদ্দিন প্রমুখ।

গণশুনানীতে সকল গাড়িতে ফিটনেস না থাকা, সাতক্ষীরা কেন্দ্রীয় বাসস্টা-ের সামনে রাস্তায় গাড়ি ঢোকা ও বের হওয়ার সময় রাস্তায় যানজট সৃষ্টি হওয়া, বিআরটিএ আইনকে প্রতিষ্ঠিত করা, অবৈধ যানবাহন বন্ধ করা, শহরের ভিতরে থাকা পরিবহন কাউন্টার সরিয়ে নেওয়া, দিনের বেলা শহরের ভিতরে ট্রাক ঢুকতে না দেওয়া, টার্মিনাল থেকে বের হওয়ার পরপরই খুলনা রোডের মোড়ে বাস দাঁড়িয়ে থাকায় জানজট তৈরি হওয়া, ফুটপাত দখল করে গাড়ি পার্কিং করা, জেলায় নুট পারমিট বিহীন গাড়ি শহরে না ঢুকতে দেওয়া,সিমেন্ট রড ভর্তি ট্রাকসহ বিভিন্ন জানবাহন পিএন স্কুলের পাশ থেকে দিবা নৈশ কলেজ মোড় পর্যন্ত দাঁড়িয়ে থাকায় যানজট তৈরি হওয়াসহ বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয়।

সবশেষে অবৈধ যানবহন চলাচল রোধে অভিযান চালানো, শহরের ভিতর থেকে পরিবহন কাউন্টার সরানো, দিনের বেলায় শহরে ট্রাক ঢুকতে না দেওয়া, খুলণা রোডের মোড়ে বাস না দাঁড়ানো, ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চালানোসহ বিভিন্ন পদক্ষেপ নিয়ে এক সপ্তাহের মধ্যে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একইসাথে বিআরটিএ আইন মেনে চলার জন্য মোবাইল কোর্ট পরিচালণারও সিদ্ধান্ত নেওয়া হয়।

(আরকে/এসপি/ফেব্রুয়ারি ০৫, ২০২৫)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test