E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

হত্যা করতে এনে জনতার হাতে ধরা খেল ৪ যুবক

২০২৫ ফেব্রুয়ারি ০৫ ১৯:১৯:২৫
হত্যা করতে এনে জনতার হাতে ধরা খেল ৪ যুবক

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোঃ আলম ‌শেখ (৪৫) না‌মে এক ব‌্যক্তি‌কে হত‌্যার উদ্দ্যেশে নির্যাত‌নের সময় চারজন যুবক‌কে হাতেনাতে ধরে পু‌লি‌শে দি‌য়ে‌ছে গ্রামবাসী। 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের ভীমনগর গ্রামের এক‌টি প‌রিত‌্যক্ত টুকুর ইটভাটায় এ ঘটনা ঘটে। আহত আলম‌কে বা‌লিয়াকা‌ন্দি হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।‌ সে ময়মন‌সিংহ জেলার পাগলা থানার মাজবাড়ী এলাকার সে‌লিম শে‌খের ছেলে ও বর্তমা‌নে সে টঙ্গী চেরাগআলী বড় দেওরা ফকির মার্কেটের মাংস ব্যবসায়ী।

আটককৃতরা হ‌লো[- ঠাকুরগায়ের সদর থানার হ‌রেন রা‌য়ের ছে‌লে সবুজ রায় (২২), মৃত মাহফুজ আলী শে‌খের ছে‌লে হিরা শেখ (২৮), আশরাফুল আলী শে‌খের ছে‌লে আবু বক্কর সি‌দ্দিক (১৮) ও রাজবাড়ী সদ‌রের ধুন‌চির আনু মন্ড‌লের ছে‌লে ফরহাদ মন্ডল (৩৮)।

জানা‌ গে‌ছে, বা‌লিয়াকা‌ন্দির সদর ইউনিয়নের জা‌কিরের ইটভাটার শ্রমিক ফরহাদের স্ত্রীর মা‌থে পরকীয়া সম্পর্ক ‌ছিল মাংস ব‌্যবসায়ী আল‌মের। তারই জের ধ‌রে প্রলোভন দে‌খি ফরহাদ প‌রিকল্পনা ক‌রে তা‌কে রাজবাড়ী বা‌লিয়াকা‌ন্দির ভীমনগর গ্রামে এনে স্থানীয় এক‌টি প‌রিত‌্যক্ত হটভাটায় নি‌য়ে রাত ৮টার দি‌কে ৪ জন মি‌লে জী‌বিত মা‌টি‌তে পু‌তে হত‌্যার চেষ্টা ক‌রে। এ সময় তার চিৎকা‌রে স্থানীয় এগি‌য়ে তা‌কে উদ্ধার ও হত‌্যা চেষ্টাকারী ৪ জন‌কে ধ‌রে গণ‌ধোলাই দি‌য়ে পু‌লি‌শের হা‌তে তু‌লে দেয়।

বালিয়াকান্দি থানার ও‌সি জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পে‌য়ে দ্রুত ঘটনাস্থ‌লে পৌ‌ছে জনগ‌ণের কাছ থে‌কে ৪ জন‌কে উদ্ধার ক‌রে পুলিশি হেফাজ‌তে নেওয়া হয়। আহত এক ব‌্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার ক‌রে হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়েছে। এ বিষ‌য়ে আরও তথ‌্য উপা‌ত্ত সংগ্রহ পূর্বক আইনানুগ ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে।

(একে/এসপি/ফেব্রুয়ারি ০৫, ২০২৫)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test