E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

নোয়াখালী শিবপুর দরবার শরীফে চলছে বাৎসরিক ওরস মাহফিল

২০২৫ ফেব্রুয়ারি ০৫ ১৯:০৪:৪৯
নোয়াখালী শিবপুর দরবার শরীফে চলছে বাৎসরিক ওরস মাহফিল

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সদর উপজেলার খলিফার হাট ঐতিহ্যবাহী শিবপুর দরবার শরীফে চলছে ৩ ফেব্রুয়ারি সোমবার থেকে ৬ ফেব্রুয়ারি তিনদিন ব্যাপী বাৎসরিক ওরস শরীফ।

নোয়াখালী শিবপুর দরবার শরীফের প্রতিষ্ঠাতা শাহেনশাহে বেলায়েত শাহ আবদুল আজিজ হক শিবপুরি কেবলার প্রবর্তিত বাৎসরিক ওরস শরীফে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে অসংখ্য ভক্ত অনুসারীরা অংশ নিয়েছে।

ওরসকে কেন্দ্র করে খলিফারহাট অঞ্চল জুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। ২ ফেব্রুয়ারি রবিবার রাত ১২ টা ১ মিনিটে মাজারে গিলাফ প্রদানের মাধ্যমে পবিত্র ওরস শরিফের আনুষ্ঠানিকতা শুরু হয়।

৬ ফেব্রুয়ারি বাদ ফজর আখেরী মুনাজাতের মধ্য দিয়ে শেষ হবে শিবপুর দরবার শরীফের চলমান ওরস।

দরবার থেকে প্রকাশিত আল সূফী বার্তা সম্পাদক মোঃ রাসেদ বিল্লাহ চিশতী বলেন, ওলি আল্লার দরবার এশিয়া মহাদেশে হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি উদাহরণ। নোয়াখালীতে হক শিবপুরী ৩দিন ব্যপী বাৎসরিক ওরস শরীফ শত বছর ধরে উদযাপন হচ্ছে। আল্লাহর এবাদত, মা বাবাকে সম্মান এবং ইসলামের সঠিক পথে চলার জন্য বিভিন্ন চবক এবং আমল দেয়া হয়।

(এস/এসপি/ফেব্রুয়ারি ০৫, ২০২৫)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test