E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বিএনপির ৪৭ নেতা খালাস, ঈশ্বরদীতে আনন্দ মিছিল

২০২৫ ফেব্রুয়ারি ০৫ ১৮:৩৫:১১
বিএনপির ৪৭ নেতা খালাস, ঈশ্বরদীতে আনন্দ মিছিল

ঈশ্বরদী প্রতিনিধি : বিএনপি’র মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জনসহ ৪৭ নেতার খালাসের খবরে ঈশ্বরদীতে দফায় দফায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আনন্দ মিছিল ছাড়াও বিএনপি ও অংগ সংগঠনের নেতা-কর্মীরা রেলগেট বাস টার্মিনালে, বাজারে, পোস্ট অফিস ও আলহাজ্ব মোড়ে বাদ্য-বাজনা নিয়ে নেচে-গেয়ে আনন্দ উল্লাস করে।

আজ বুধবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈশ্বরদী রেলস্টেশনে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া বিএনপির ৯ জনসহ সকলকে খালাসের আদেশ দেন হাইকোর্ট।

রেলগেট থেকে বের হওয়া আনন্দ মিছিলের নের্তৃত্ব দেন উপজেলা বিএনপি’র প্রস্তাবিত কমিটির আহব্বায়ক আহসান হাবিব, পৌর বিএনপি’র প্রস্তাবিত কমিটির আহব্বায়ক এস এম ফজলুর রহমান, যুগ্ম আহব্বায়ক আতাউর রহমান পাতা, সদস্য সচিব বিষ্টু কুমার সরকার, পৌর স্বেচ্ছাসেবক দলের এস এম মামুনর রশীদ নান্টু প্রমূখ। মিছিলে শত শত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

মিছিল শেষে পথসভায় এস এম ফজলুর রহমান বলেন, এটি ছিল মিথ্যা ও ভিত্তিহীন বানোয়াট মামলা। যে ঘটনায় একজন নেতা-কর্মীও আহত হয়নি। অথচ সেই মামলায় ফরমায়েশি রায়ে ৯ জনের মৃত্যুদণ্ডসহ ৪৭ জনকে বিভিন্ন মেয়াদের সাজার আদেশ দেওয়া হয়। এই রায়ের উদ্দেশ্য ঈশ্বরদীতে বিএনপি’র নের্তৃত্ব শুণ্য করে দেওয়া।

(এসকেকে/এসপি/ফেব্রুয়ারি ০৫, ২০২৫)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test