প্রধান শিক্ষকের উপর হামলা, প্রতিবাদে সড়ক অবরোধ, গাড়ি ভাংচুর
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পরদিন সাতক্ষীরার ব্রহ্মরাজপুর ডিবি ইউনাইটেড স্কুলের প্রধান শিক্ষকের কক্ষের শেখ হাসিনার ছবি নামিয়ে ফেলতে বাধ্য করানো হয়েছে। সুযোগ বুঝে ওই প্রধান শিক্ষক মোমিনুর রহমান মুকুল সেলুন মালিক বাহারুল ইসলামকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। এরই প্রতিশোধ নিতে প্রধান শিক্ষককে স্কুলে আসার পথে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মারপিট করা হয়েছে। এ খবর ছড়িয়ে পড়ায় শিক্ষার্থীরা আশাশুানি-সাতক্ষীরা সড়কের ব্রহ্মরাজপুর ডিবি ইউনাইটেড স্কুলের সামনে সড়ক অবরোধ করে। এ সময় কয়েকটি ছোট/বড় যান বাহন ভাঙচুর করা হয়।
ব্রহ্মরাজপুর বাজারের স্মার্ট জেমস পার্লারের মালিক বাহারুল ইসলাম জানান, ব্রহ্মরাজপুর ডিবি ইউনাইটেড স্কুলের প্রধান শিক্ষক আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৮ সালের শেষের দিকে তাকে তাড়ানোর চেষ্টা করছিলেন। এরই অংশ হিসেবে ২০১৯ সালের জানুয়ারি মাসের প্রথম দিকে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সৈয়দ আলীকে দিয়ে তাকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের চেষ্টা চালান। একপর্যায়ে তিনি ঢাকায় চলে যান। এক বছর আগে তিনি আবারো দোকানে টাইলস লাগিয়ে ব্যবসা শুরু করেন। এরপরও থেমে ছিলেন না প্রধান শিক্ষক মমিনুর রহমান। তাকে পুলিশ দিয়ে হয়রানি করার চেষ্টা করেছেন।
বাহারুল ইসলাম আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগষ্ট দেশ ছেড়ে পালিয়ে যান। পরদিন সকাল ১১টার দিকে একদল যুবক ব্রহ্মরাজপুর ডিবি ইউনাইটেড স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুলের অফিস কক্ষের দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি তাদের সাথে যোগ দিয়ে প্রধান শিক্ষককের সাথে কথা বলার একপর্যায়ে শেখ হাসিনার ছবি নামাতে রাজী হলেও শেখ মুজিবুর রহমানের ছবি নামতে রাজী হননি।
বাহারুল ইসলাম বলেন, সোমবার সকাল ১১টার দিকে তিনি গাজী মার্কেটের রহিমের দোকানে ফ্লেক্সি লোড দিতে যান। সেখানে আগে থেকে বসে থাকা প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল তাাকে দেখে শুয়োরের বাচ্চা, মাদক ব্যবসায়ি, চাঁদাবাজসহ বিভিন্নভাবে গালিগালাজ করেন। এছাড়া তুই শেখ হাসিনার ছবি আমার অফিস থেকে নামতে বাধ্য করেছিলি, তুই আমার স্কুলের সামনে গাজা বিক্রি করিস, তুই বিএনপি করিস, তোর ক্যাডারবাজি ঘুচিয়ে দেবো, তোকে দেখে নেবো এসব কথা বলেন প্রধান শিক্ষক।
এ সময় আহাদ ও বদরু নামে দুজন মামা বসেছিলেন। তিনি বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে প্রধান শিক্ষক আরো ক্ষেপে যান। একপর্যায়ে তিনি সেখান থেকে চলে এসে বিষয়টি বাজার কমিটির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শেখ বাদশা ও কোষাধ্যক্ষ মোঃ শহীদুল ইসলামকে অবহিত করেন। তারা তিন দিনের মধ্যে বিষয়টি আলোচার সাপেক্ষে সমাধান করে দেবেন বলে তাবে বাড়িতে পাঠিয়ে দেন।
সঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি দোকানে থাকাকালিন কয়েকজন ছাত্র এসে তাকে বলেন যে, সাড়ে ৯টার দিকে ছয়আনি মোড়ে প্রধান শিক্ষককে মারটি করেছে কয়েকজন দুর্বৃত্ত। সেখানে তার নাম উঠছে। এ জন্য তাকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যেতে বলেন তারা।
বিষয়টি বাজার কমিটির সভাপতিকে জানানোর পর তার কথামত তিনি দোকান বন্ধ করে বাড়ি চলে যান। পরে স্কুলের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে ও গাড়ি ভাঙচুর করে বলে তিনি জেনেছেন। দুপুরে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির এক পুলিশ সদস্য তাদের বাড়িতে যান। বাড়িতে আসা মাত্র তাকে ফাঁড়িতে দেখা করার জন্য বলে যান ওই পুলিশ সদস্য। বিসয়টি তিনি বাজার কমিটির সভাপতিকে অবহিত করলে তিনি তাকে উত্তলা না হওয়ার জন্য বলেন। বিষয়টি বাজার কমিটি দেখবে বলে তাকে আশ্বস্ত করেন সভাপতি।
স্থানীয়ভাবে জানা গেছে মমিনুর রহমান মুকুল মা ফাউÐেশনের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু পরিষদের সাতক্ষীরা পৌর শাখার সভাপতি।
ব্রহ্মরাজপুর বাজার কমিটির সভাপতি আব্দুর রশীদ বলেন, বাহারুল ইসলামকে অকথ্য ভাষায় গালি দেওয়ার বিষয়টি তাকে জানানো হয়। তিনি বিষয়টি দেখবেন বলে বাহারুলকে বাড়িতে যেতে বলা হয়। সে অনুযায়ি প্রধান শিক্ষকের উপর হামলার ঘটনায় বাহারুল জড়িত কিনা তা যথাযথ না জেনে বলা যাবে না। তিনি বিষয়টি নিয়ে উর্দ্ধতন প্রশাসনিক কর্মকর্তাদের অবহিত করেছেন বলে জানান তিনি।
সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডি. বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান মুকুলের উপর অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে স্কুলে আসার সময় আশাশুনি সড়কের পুরাতন সাতক্ষীরা এলাকায় ওই হামলা চালায় দুর্বৃত্তরা।
এদিকে প্রধান শিক্ষকের উপর দুষ্কৃতকারীদের হামলার ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে হামলাকারিদের গ্রেপ্তারের প্রতিবাদে বিদ্যালয়ের কয়েক শ’ ছাত্র-ছাত্রী সাতক্ষীরা টু চাপড়া সড়ক অবরোধ করে। হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীরা শ্লোগান দেয়। একটি যাত্রীবাহি বাসসহ বেশ কয়েকটি ছোট বড় যান বাহন ভাংচুর করা হয়।
মঙ্গলবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত প্রায় দুই ঘন্টা সাতক্ষীরা-আশাশুনি সড়কের ব্রহ্মরাজপুর বাজারের দুই পাশে যানজট সৃিষ্ট হয়। যাত্রীবাহি বাস, ইজিবাইক, ভ্যান, মোটরসাইকেল, ট্রাক, মাইক্রোবাসসহ সকল যান ও পণ্যবাহী বাহন আটকা পড়ে। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে ডি. বি ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান মুকুল জানান, সোমবার স্থানীয় বাজারের ব্যবসায়ী পুরাতন সাতক্ষীরা এলাকায়র বাহারুল ইসলামের সাথে তুচ্ছ একটি বিষয়ে তর্কাতর্কি হয়। ওই ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে স্কুলে আসার পথে পুরাতন সাতক্ষীরা ছয়আনি মোড়ে আগে থেকেই ওৎপেতে থাকা বাহারুল ইসলামের নেতৃত্বে আরও ৫/৬ জন অতর্কিত হামলা চালায়। এতে তিনি শারীরিকভাবে আহত হয়েছেন। ঘটনার পর শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। এসময় তারা শিক্ষার্থীদের উপরও চড়াও হয়। এতে দুজন শিক্ষার্থী আহত হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। ঘটনাস্থলে যেয়ে তিনি জেনেছেন যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে।
(আরকে/এএস/ফেব্রুয়ারি ০৪, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘সংস্কারের নামে ধোঁয়াশা সৃষ্টি করা যাবে না’
- পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন থাকছে না
- কেন্দুয়ার তারাকান্দিয়া বাজুপাড়ায় শেষ হলো ২৪ প্রহরব্যাপী সম্প্রীতির নামযজ্ঞ
- প্রধান শিক্ষকের উপর হামলা, প্রতিবাদে সড়ক অবরোধ, গাড়ি ভাংচুর
- কোটালীপাড়ায় বিএনপির সভা পণ্ড করল প্রতিপক্ষ
- সুন্দরবনে ৯ দিনেও উদ্ধার হয়নি অপহৃত ১৫ জেলে
- মোংলায় আ.লীগ ও বিএনপির মধ্যে সংর্ঘষে আহত ৮
- রামপালে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপকের বিরুদ্ধে দুদকের মামলা
- বাগেরহাটের গোয়াল ঘরে দুর্বৃত্তের আগুনে দগ্ধ ৫ গরু
- যৌনপল্লীর সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প
- রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ
- ‘সৌদি, কাতার ও ওমানের প্রতিশ্রুতি আন্তরিক মনে হয়েছে’
- পাচারের অর্থ ফেরাতে কানাডার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- নোয়াখালীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
- দিনাজপুরে দিগন্ত শিল্পী গোষ্ঠীর বার্ষিক প্রীতিভোজে বটমূলে মিলন মেলা
- পঞ্চগড় হাসপাতালে ডাক্তারের শূণপদ পূরণে অনশন, জেলা প্রশাসকের আশ্বাসে স্থগিত
- বোয়ালমারীতে স্কুলের নিরাপত্তা কর্মী আটক, মুখ খুলতে চান না পুলিশ
- মানব পাচার প্রতিরোধে সচেতনতা সভা
- একজন নারী উদ্যোক্তার গল্প
- আমাদের জীবন পরিবর্তনে গ্রন্থ ও গ্রন্থাগারের অবদান অপরিসীম
- সাফজয়ী নারী ফুটবলারকে ধর্ষণ ও হত্যার হুমকি
- স্বেচ্ছাসেবক দল নেতা দিদার হত্যা মামলায় আ. লীগ নেতা কারাগারে
- পঞ্চগড় সদর উপজেলার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
- ‘মূল্যস্ফীতি কমাতে আরও দু-তিন মাস লাগবে’
- ‘নতুন ভোটার হচ্ছেন ৫০ লাখ’
- দেলদুয়ার-নাগরপুরের উন্নয়নে কর্মবীর এমপি টিটু
- প্রজন্মের কাছে এক মুক্তিযোদ্ধার খোলা চিঠি
- নিউ ইয়র্কে পাতাল ট্রেনে ঘুমন্ত নারীযাত্রীকে পুড়িয়ে হত্যা
- ঝিনাইদহে যৌথ বাহিনীর অভিযানে ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার
- মঙ্গলবার থেকে ফের শুরু হচ্ছে বৃষ্টি, থাকতে পারে ৪ দিন
- ঈদগাঁওতে দিনব্যাপী শেখ রাসেল শিশু-কিশোর উৎসব
- কাঁপা
- শরীয়তপুরে বজ্রপাতে নিহত ৩
- বাংলাদেশের অর্থনৈতিক সংকট: মুদ্রার অবমূল্যায়ন ও ভবিষ্যতের চ্যালেঞ্জ
- ২০২৪ সালে চার মেধাবী শিক্ষার্থীকে হারিয়েছে ববি
- বাসের ধাক্কায় খাদে লেগুনা, প্রাণ গেলো ৪ জনের
- অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বীর মুক্তিযোদ্ধা কলিমুল্লাহ চৌধুরী
- ভোলার তজুমদ্দিনে আত্নরক্ষায় কারাতে প্রশিক্ষণ
- শুরুতে হম্বিতম্বি, এখন চীনের প্রতি নরম সুর ট্রাম্পের
- শাওমি নিয়ে এলো বহুল প্রতীক্ষিত রেডমি নোট ১৪
- পাঠ্যবইয়ে স্থান পেলেন জ্যোতি-জামাল ভূঁইয়া, বাদ সাকিব-সালাউদ্দিন
- ৯ জানুয়ারি ‘শেখ মুজিব দিবস’ পালন করবে বাংলাদেশ
- আসুন প্রার্থনা করি, আমরা যেন লজ্জা পাই
- ববিতে নতুন কোষাধ্যক্ষ নিয়োগ
- সিটি ব্যাংকের ডিএমডি হলেন মেসবাউল আসীফ সিদ্দিকী