E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

কোটালীপাড়ায় বিএনপির সভা পণ্ড করল প্রতিপক্ষ

২০২৫ ফেব্রুয়ারি ০৪ ২৩:২৬:৩৬
কোটালীপাড়ায় বিএনপির সভা পণ্ড করল প্রতিপক্ষ

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিএনপির এক গ্রুপের সভা পণ্ড করে দিয়েছে অপর গ্রুপ। শুধু সভাপন্ড করেই তারা ক্ষান্ত হয়নি। এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে’ শ্লোগান দিয়ে সভাস্থলের চেয়ার টেবিলও তারা নিয়ে যায়।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ভাঙ্গারহাট বাজারের উত্তরপাশে এ ঘটনা ঘটে।

জানাগেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনহা ওলাদারের নেতৃত্বে এক সভা আহবান করা হয়। সভায় আনোয়ার গ্রুপের নেতা কর্মীরা আসার আগেই উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অনিমেশ গাইনের নেতৃত্বে একটি দল শ্লোগান দিয়ে সভাস্থলে ঢুকে চেয়ার টেবিল নিয়ে যায়। এ খবর পেয়ে আনোয়ার হোসেন হাওলাদার ও তার সমর্থরা সভাস্থলে না এসে ভাঙ্গারহাট বাজার থেকে ফিরে যান।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হাওলাদারের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে আমরা একটি সভা আহবান করি। এই সভার খবর পেয়ে সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অনিমেশ গাইনের নেতৃত্বে কয়েকজন উৎশৃঙ্খল ব্যক্তি আমাদের সভাস্থলের চেয়ার টেবিল নিয়ে যায়। সাদুল্লাপুর ইউনিয়নের প্রবীন নেতাকমল বৈদ্য এই সভার আয়োজন করেছিলেন। আমরা কোন প্রকার সংঘর্ষ এড়াতে সভা না করে ফিরে আসি।

বিএনপি নেতা কমল বৈদ্য বলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হাওলাদারের নেতৃত্বে ভাঙ্গারহাট বাজারের উত্তর পাশে প্রমথ বাড়ৈর বাগানবাড়িতে প্রবীন নেতাদের নিয়ে একটি সভার আয়োজন করি। সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির কিছু উৎশৃঙ্খল নেতাকর্মী আমাদের সভাকে পন্ডকরে দেয়। আমি এর তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি দাবী করছি।

অভিযুক্ত সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অনিমেশ গাইন বলেন, কিছুদিন আগে সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির কমিটি গঠিত হয়। এই কমিটির বাইরে এখানে কোন সভা করতে হলে আমাদের সাথে লিয়াজো করে করা উচিত ছিল। আজকের সভার ব্যাপারে আমাদের অবগত করা হয় নি। আমরা মনে করি তারা দুস্কৃতিকারী। তাই তাদের সভা করতে দেওয়া হয় ননি।

উপজেলা বিএনপির আহবায়ক এসএম মহিউদ্দিনের ০১৭৩৪৫৩৭০২৭ মোবাইলে ফোন দিলে রিং হয়েছে। কিন্তু তিনি ফোন রিসিভ করেন নি। এ কারণে তার বক্তব্য পাওয়া যায়নি।

(টিবি/এএস/ফেব্রুয়ারি ০৪, ২০২৫)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test