E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বাগেরহাটের গোয়াল ঘরে দুর্বৃত্তের আগুনে দগ্ধ ৫ গরু 

২০২৫ ফেব্রুয়ারি ০৪ ১৯:৪২:০৮
বাগেরহাটের গোয়াল ঘরে দুর্বৃত্তের আগুনে দগ্ধ ৫ গরু 

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের শরণখোলা উপজেলায় হাকিম মুন্সি নামে এক কৃষকের গোয়াল ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে গোয়াল ঘর, খড়ের গাদা ও পানের বরজ পুড়ে দগ্ধ হয়েছে পাঁচটি গরু। গত সোমবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের উত্তর তাফালবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে সব মিলিয়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। 

ক্ষতিগ্রস্ত কৃষকের ছেলে মিরাজ মুন্সি জানান, রাতে আগুনের পোড়া শব্দে তাদের ঘুম ভাঙে। উঠে দেখেন খড়ের গাদা সম্পূর্ণ পুড়ে গোয়াল ঘর ও পাশের পানের বরজ দাউ দাউ করে জ্বলছে। এসময় পরিবারের লোকজন ও প্রতিবেশিরা ছুটে এলে সবাই মিলে আগুন নিয়ন্ত্রণ করেন। গোয়াল ঘরে ছোটবড় ১৩টি গরু ছিলো। এর মধ্যে পাঁচটি গরু দগ্ধ হয়েছে। কে বা কারা আগুন দিয়েছে তা বলতে পারছেন না তারা। দগ্ধ গরুগুলোর মধ্যে দুটির অবস্থা আশঙ্কাজনক।

শরণখোলা থানার ওসি মো. শহীদুল্লাহ জানান, খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্থ কৃষককে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

(এস/এসপি/ফেব্রুয়ারি ০৪, ২০২৫)

পাঠকের মতামত:

০৪ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test