E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

যৌনপল্লীর সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প

২০২৫ ফেব্রুয়ারি ০৪ ১৯:৩৯:৪৬
যৌনপল্লীর সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প

একে আজাদ, রাজবাড়ী : দেশের বৃহত্তম যৌনপল্লি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর সুবিধাবঞ্চিত মা ও শিশুদের স্বাস্থ্যসেবায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত যৌনপল্লীর পাশে অবস্থিত বেসরকারি সংগঠন মুক্তি মহিলা সমিতির পক্ষ থেকে ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

মুক্তি মহিলা সমিতির আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গোয়ালন্দ, তেরে দেস হোমস টিডিএইচ ও বি৭১ ডায়াগনস্টিক সেন্টার ফরিদপুর এর সহযোগিতায় কমিউনিটির ময়না গ্রুপ এর উদ্যোগে শিশু সুরক্ষা প্রকল্পের আওতায় দৌলতদিয়া যৌনপল্লির ১০০ জন সুবিধা বঞ্চিত নারী ও ১০০ জন শিশুকে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা ও ঔষধ সরবরাহ করা হয়।

ক্যাম্পে স্বাস্থ্যসেবা দেন গোয়ালন্দ উপজেলা আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শরিফুল ইসলাম, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাঃ জ্যোতিষ চন্দ্র মন্ডল, সহকারী ডেন্টাল সার্জন গোয়ালন্দ নুর আলম সজল, নার্সিং সুপার ভাইজার মৃদলা বিশ্বাস প্রমূখ।

মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, সিও বি-৭১ ডায়াগনস্টিক সেন্টার ফরিদপুর এর মোঃ আমিনুল ইসলাম বাবু, মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান রহমান মন্জু, দেরে দাস হোমস ফিল্ড মোবিলাইজার মোঃ আব্দর রশিদ, দেরে দাস হোমস ফিল্ড মোবিলাইজার ছালমা সুলতানা প্রমূখ উপস্থিত ছিলেন।

(একে/এসপি/ফেব্রুয়ারি ০৪, ২০২৫)

পাঠকের মতামত:

০৪ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test