E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

দিনাজপুরে দিগন্ত শিল্পী গোষ্ঠীর বার্ষিক প্রীতিভোজে বটমূলে মিলন মেলা

২০২৫ ফেব্রুয়ারি ০৪ ১৯:১৫:৫৬
দিনাজপুরে দিগন্ত শিল্পী গোষ্ঠীর বার্ষিক প্রীতিভোজে বটমূলে মিলন মেলা

শাহ্ আলম শাহী, দিনাজপুর : উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শিল্প-সাংস্কৃতি ও ক্রীড়া সংগঠন দিনাজপুরের 'চাউলিয়াপট্টি-পাহাড়পুর মিলনালয় সমিতি, দিগন্ত শিল্পী গোষ্ঠী ও হামিদুর রহমান পাঠাগারের বার্ষিক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে সংগঠনের ঐতিহাসিক  'দিগন্ত বটমূল' মিলন মেলায় পরিনত হয়। নতুন-পুরোনো সদস্য,আমন্ত্রিত অতিথি-গুণিজনদের পদচারণায় মুখরিত হয়ে উঠে সংগঠনের কার্যালয় ও বটমূল চত্বর।

সংগঠনের সাধারণ সম্পাদক রইস হায়দার ডিয়ার, কার্যকরী সভাপতি শাহ আলম শাহী অনুষ্ঠানে আগত আমন্ত্রিত অতিথি, কার্যকরী কমিটির সদস্য ও সাধারণ সদস্যদের অভ্যর্থনা জানান।

প্রীতিভোজে দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ কুমার বকশি বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক দুররাণী এবং তার ছেলে ও পত্নী, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি বিশিষ্ট সাংবাদিক নির্মল চক্রবর্তী, অরবিন্দ শিশু হাসপাতালের কার্যনির্বাহী কর্মকর্তা মো. হারুন উর রশীদ, ক্রীড়া সংগঠক জহির শাহ, কন্ঠ শিল্পী শরিফুল ইসলাম বকুল, জমে উঠেছে দিনাজপুর জেলা মিশুক, বেবিটেক্সি, টেক্সিকারও সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতি'র সাধারণ সম্পাদক আহসান কবীর জিল্লুর, কৃষক দলের কেন্দ্রীয় নেতা শাহিন খান, বিশিষ্ট ধারা ভাষ্যকার এস.এম রফিক, নিউ এংকর ব্যান্ডের পরিচালক রাজিব, সঙ্গীত শিল্পী শাওন, দিনাজপুর এক্সপ্রেস পত্রিকার সম্পাদক বাবু আহম্মেদ বাবাসহ অন্যান্য অতিথিবৃন্দ ও গুণিজনেরা উপস্থিত ছিলেন।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর কাজী আশরাফুজ্জামান বাবু, আব্দুর রাজ্জাক, আমানুল্লাহ, কিশোর, মিলন, লেলিন, রিদম, রাফিন ও ফটো সাংবাদিক ইউসুফ আলী।

প্রীতিভোজের পর অনুষ্ঠিত হয় রেফেল ড্র। রেফেল ড্র'এ প্রদান করা হয় মোট ২০টি পুরস্কার।

(এসএস/এসপি/ফেব্রুয়ারি ০৪, ২০২৫)

পাঠকের মতামত:

০৪ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test