E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

পঞ্চগড় হাসপাতালে ডাক্তারের শূণপদ পূরণে অনশন, জেলা প্রশাসকের আশ্বাসে স্থগিত

২০২৫ ফেব্রুয়ারি ০৪ ১৯:১২:৫১
পঞ্চগড় হাসপাতালে ডাক্তারের শূণপদ পূরণে অনশন, জেলা প্রশাসকের আশ্বাসে স্থগিত

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড় জেলার সকল সরকারি হাসপাতাল সমূহে চিকিৎসক পদায়ন, আধুনিক সদর হাসপাতালের ২৫০ শয্যা বিশিষ্ট নতুন বিল্ডিং চালুসহ ৯ দফা দাবিতে অনশনের করেছে পঞ্চগড় সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম নামের একটি সংগঠনের নেতা-কর্মীরা। অনশনের আড়াই ঘন্টা পর জেলা প্রশাসকের আশ্বাসে অনশনে অংশগ্রহণকারীরা তাদের কর্মসূচি আপাতত স্থগিত করে।

আজ মঙ্গলবার সকাল দশটায় পঞ্চগড়-ঢাকা মহাসড়ক সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তারা এই কর্মসূচি শুরু করে। পরে দুপুর ১২টা ৩৮ মিনিটে জেলা প্রশাসক মো. সাবেত আলী ও সিভিল সার্জন ডাক্তার মোস্তাফিজুর রহমান (তুহিন) অনশন কর্মসূচিতে এসে চিকিৎসক সংকট দূর করার বিষয়ে মন্ত্রণালয়ের আশ্বাসের কথা জানান। একই সঙ্গে অনশন ভাঙার অনুরোধ করেন তাঁরা। এসময় জেলা প্রশাসক সাবেত আলী অনশনরতদের পানি পান করিয়ে অনশন ভাঙান।

সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক অ্যাডভোকেট আহসান হাবিব সরকার বলেন, ‘আগামী ১৫ দিনের মধ্যে দাবি পূরণ করা না হলে, কঠোর কর্মসূচি পালন করা হবে।’

জেলা প্রশাসক সাবেত আলী বলেন, '‘সিভিল সার্জনের সঙ্গে সমন্বয় করে এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে চাহিদা পাঠানো হয়েছে। আশা করছি দ্রুত এ সমস্যার সমাধান হবে।''

সিভিল সার্জেন ডাক্তার মোস্তাফিজুর রহমান (তুহিন) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান, 'পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসক সংযুক্ত থাকার কথা ৩৭ জন, রয়েছেন ১১ জন, শূন্য রয়েছে ২৬টি পদ। জেলার পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট পদ ৮৪টি, চিকিৎসক রয়েছেন মাত্র ২৫ জন। শূন্য পদ ৫৯টি।

(আরএআর/এসপি/ফেব্রুয়ারি ০৪, ২০২৫)

পাঠকের মতামত:

০৪ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test