E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বোয়ালমারীতে স্কুলের নিরাপত্তা কর্মী আটক, মুখ খুলতে চান না পুলিশ

২০২৫ ফেব্রুয়ারি ০৪ ১৯:০৬:১৯
বোয়ালমারীতে স্কুলের নিরাপত্তা কর্মী আটক, মুখ খুলতে চান না পুলিশ

কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে মাধ্যমিক বিদ্যালয়ের একজন নিরাপত্তা কর্মীকে পুলিশ আটক করে থানায় নিয়ে এসেছেন। কেন তাকে আটক করা হয়েছে সে ব্যাপারে মুখ খুলছেন না বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. গোলাম রসুল।

আটক সুজন মুন্সি বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের বন্ডপাশা আদর্শ বিদ্যালয়ের নিরাপত্তা কর্মী। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় অভিযোগ আনয়ন না করায় জনমনে নেতিবাচক ধারনার জন্ম হচ্ছে।

সরেজমিন রিপোর্ট, ০৩ জানুয়ারি বিকেলে উপজেলার বন্ডপাশা গ্রামে মৃত মাহবুবুর রহমানের ছেলে সুজন মুন্সী (৩০) তার স্কুলের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের নিমন্ত্রণের চিঠি দিয়ে বাড়িতে ফেরার পথে রাস্তা থেকে তাকে থানার পুলিশ পরিচয়ে আটক করে।

ভুক্তভোগী সুজনের স্ত্রী আরিফা বেগম (২৪) বলেন, "কয়েকজন লোক এসে আমাকে আমার ভাসুরের কথা জানতে চান। তখন তাদের পরিচয় জানতে চাইলে তারা বোয়ালমারী থানার পুলিশ পরিচয় দেন। সিভিল পোশাকে আসা পুলিশ পরিচয় দানকারীরা আমার ভাসুরকে খোঁজার কারণ বলতে চাননি। এর কিছুক্ষণ পরে শুনি রাস্তা থেকে আমার স্বামী সুজন মুন্সীকে তারা গাড়িতে উঠিয়ে নিয়ে গেছে। পরে বোয়ালমারী থানায় যোগাযোগ করে জানতে পারি থানায় তাকে আটক রাখা হয়েছে।

তিনি আরও বলেন, আমার স্বামীকে আটক করার কারণ পুলিশ বলছেনা। আমার স্বামী সুজন মুন্সী বন্ডপাশা আদর্শ উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী। কোন রাজনৈতিক দলের সাথে তার কোন সম্পর্ক নেই।"

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান। তিনি জানান, "সকালে আমাদের নিরাপত্তা কর্মী সুজন মোল্ল্যাকে স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের চিঠি বিলি করতে দিয়েছিলাম। পরে বিকেলে শুনি তাকে পুলিশ ধরে নিয়ে গেছে। কি কারনে কেন ধরেছে আমি তা জানি না। সুজন কোন রাজনৈতিক দলের সদস্য না। সে একজন নিরীহ মানুষ। "

এদিকে সুজনের প্রতিবেশী লাভলী বেগম জানান, "সুজনকে ছোট বেলা থেকে চিনি, সে স্কুলে ছোট একটি পদে চাকুরী করে। হঠাৎ সিভিল পোশাকে কিছু পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়, তবে কেন, কি কারণে তাকে ধরে নিয়েছে সে বিষয় জানা নেই। তবে সুজনকে কোনদিন কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হতে দেখিনি।"

সুজন গত ৪ বছর যাবত নিরাপত্তা কর্মী পদে চাকুরী করেন। তার একটি কন্যা ও একটি পুত্র সন্তান রয়েছে। পুলিশ সুজনকে থানায় নিয়ে যাওয়াতে সন্তান ও পরিবারের লোকজন উদ্বিগ্ন।

উল্লেখ্য, গত ১লা ফেব্রুয়ারি শনিবার বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের বনমালীপুর বাজার এলাকায় আওয়ামীলীগ সমর্থীত লোকজন অন্তর্বর্তী সরকারের বিপক্ষে কুরুচিপূর্ণ মন্তব্য সম্বলিত লিফলেট বিতরণ করেন। বিতরণের ছবি ফেসবুকে পোস্ট করার পরই প্রশাসন এই অভিযান চালায়। তবে এখনো ছবিতে থাকা আওয়ামী লীগের কোন নেতাকর্মীকে গ্রেফতার করতে পারেননি বোয়ালমারী থানা পুলিশ।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ গোলাম রসূল ফোনে বলেন, তাকে জিজ্ঞাসার জন্য এনেছি। তবে কী জিজ্ঞাসা বা কোন অপরাধে আনা হয়েছে তা বলতে চাননা।

(কেএফ/এসপি/ফেব্রুয়ারি ০৪, ২০২৫)

পাঠকের মতামত:

০৪ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test