E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

দ্বিতীয় বিয়ে করায় স্বামীর যৌনাঙ্গ কাটলেন বিক্ষুব্ধ স্ত্রী 

২০২৫ ফেব্রুয়ারি ০৪ ১৮:০২:২২
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর যৌনাঙ্গ কাটলেন বিক্ষুব্ধ স্ত্রী 

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে স্বামী দ্বিতীয় বিয়ে করায় রুবেল সরদার (৩৫) নামে এক ব্যবসায়ীর যৌনাঙ্গ কেটে দিলেন বিক্ষুব্ধ স্ত্রী। গত সোমবার গভীর রাতে উপজেলার কুশলা ইউনিয়নের বিরামেরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

রুবেল সরদার বিরামেরকান্দি গ্রামের মনজেল সরদারের ছেলে ও ঘাঘর বাজারের থাই এ্যালুমিনিয়াম ব্যবসায়ী।

এলাকাসূত্রে জানা গেছে, রুবেল সরদার ১২ বছর আগে বিরামেরকান্দি গ্রামের আমির আলী ফরাজীর মেয়ে রেশমা বেগমের সাথে প্রেমের সম্পর্ক করে বিবাহ করে। বিবাহের পরে রুবেল সরদারের অন্য নারীদের সাথে বিবাহ বহিভূত সম্পর্কে জড়ান। এনিয়ে স্ত্রী রেশমা বেগমের সাথে তার অশান্তি লেগেই থাকতো। ৩ মাস আগে হিন্দু ধর্মাবলম্বী এক নারীকে বিয়ে করেন রুবেল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটে। তাই বিক্ষুব্ধ রেশমা বেগম সোমবার গভীর রাতে ঘুমের ঘরে নাইফ কাটার ব্লেড দিয়ে স্বামীর যৌনাঙ্গ কেটে দেন। রুবেলের চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা রুবেল সরদারকে ঢাকার পপুলার হাসপাতাল এন্ড ডায়গনষ্টিক সেন্টারের ধানমন্ডি শাখায় পাঠান।

রুবেল সরদারের মা সাফিয়া বেগম বলেন, আমার ছেলে রুবেল রাতে বাড়িতে আসার পরে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে রুবেলের চিৎকার শুনে আমিসহ বাড়ির লোকজন ঘটনাস্থলে পৌছালে রুবেলের স্ত্রী দৌড়ে পালিয়ে যায়। রুবেলকে রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।
এ ব্যাপারে রুবেলের স্ত্রীর রেশমা বেগমের সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।

তবে রেশমা বেগমের বোন ফতেমা বেগম বলেন, আমার বোনের ২টি সন্তান রয়েছে। তা সত্বেও ৩মাস আগে রুবেল এক হিন্দু নারীকে বিবাহ করে অন্য স্থানে চলে যায়। এছাড়া রুবেলের বিরুদ্ধে বিবাহ বর্হিভূত একাধিক সম্পর্ক স্থাপনের অভিযোগ রয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে রেশমা এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করছি। এ ঘটনার সাথে আমরা কেউ জড়িত নই।

কোটালীপাড়া থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ০৪, ২০২৫)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test