E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

নান্দাইল থানার আইনশৃঙ্খলা এখন দৃষ্টান্তস্বরূপ, স্মরণীয় হয়ে থাকবেন ওসি ফরিদ 

২০২৫ ফেব্রুয়ারি ০৪ ১৭:০৩:৫৯
নান্দাইল থানার আইনশৃঙ্খলা এখন দৃষ্টান্তস্বরূপ, স্মরণীয় হয়ে থাকবেন ওসি ফরিদ 

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহ জেলার মধ্যে নান্দাইল মডেল থানা অন্যতম। আগে এই থানার আইনশৃঙ্খলা চরম অবনতির পর্যায়ে ছিল। জুলাইয়ে ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর ভঙ্গুর এই থানায় যোগদান করেন পুলিশ বিভাগের একজন চৌকস ও মেধাবী ইনেসপেক্টর ফরিদ আহমেদ। 

প্রথমেই তিনি এই থানায় এসে নান্দাইলের বিভিন্ন শ্রেনীপেশার মানুষের সাথে একের পর এক উঠান বৈঠক করতে ও আইনশৃঙ্খলা উন্নয়ন কিভাবে সম্ভব সেই প্রচেষ্টা অব্যাহত রাখেন। একদিকে জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন, অন্যদিকে পুলিশ সদস্যদের মনোবল ফিরিয়ে এনে তাদেরকে আইনের সেবক হিসেবে রুপান্তরিত করার চেষ্টা অব্যাহত রাখেন। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তিনি জনসাধারণের সম্পৃক্ততা একত্রিত করে আইনশৃঙ্খলা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে আসেন। তিনি একজন সফল আইনের সেবক, এমন কথা এখন নান্দাইলবাসীর মুখে মুখে।

পূ্র্বের মাদকের অভয়ারণ্যে ক্ষ্যাত নান্দাইল এখন প্রায় মাদকশূন্য। গত ২৮ ডিসেম্বর ২০২৪ তারিখ ওসি ফরিদ আহমেদ জীবনের ঝুকি নিয়ে এক হাজার পিস নিষিদ্ধ ঘোষিত ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেন। তিনি জুয়াড়ীদের বিরুদ্ধে জিরোটলারেন্স ঘোষনার পর একই রাতে জুয়াড়ী ও জুয়া খেলার সরঞ্জাম সহ গ্রেপ্তার করতে সক্ষম হন। গত ৩০ জানুয়ারি ২০২৫ তারিখে তিনি রাস্তার ষাটোর্ধ একজন বৃদ্ধা মহিলাকে পড়ে থাকতে দেখে, নিজের মানবিকতায় উদ্ধার করে প্রথমে নিজ খরচে চিকিৎসার ব্যাবস্থা করেন। সুস্থ্য হওয়ার পর তিনি চড়বৈতাগির চড় কামটখালী মাতৃছায়া সমাজ কল্যান সংস্থা নামে একটি বৃদ্ধাশ্রমে তাকে থাকা খাওয়ার সুব্যাবস্থা করেন। এবং নিজের থেকে সেই বৃদ্ধাশ্রমের পরিচালকের নিকট আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সেখানে সব মিলিয়ে প্রায় ২০ জন লোকের একবেলা ভালো সুস্বাদু খাবারের ব্যাবস্থা করেন।

এ ব্যাপারে বৃদ্ধাশ্রমের পরিচালক মোঃরফিকুল ইসলাম উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, এ পর্যন্ত অনেক পুলিশ অফিসার দেখেছি, তবে বর্তমান ওসি ফরিদ সাহেবের মত দয়ালু আর মানবিক আমি পাই নাই। উনি দুখী ও অসহায় মানুষের পরম বন্ধু। তিনি নান্দাইল বাসীকে নিয়ে একের পর এক মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিয়ের বিরুদ্ধে মতবিনিময় ও উঠান বৈঠক ও গণসমাবেশ করে চলেছেন। গুজব/অপপ্রচার বন্ধের জন্য তিনি কঠোর ভাবে নির্দেশনা দিয়ে চলেছেন। এখন নান্দাইলের সাধারণ মানুষের মুখে মুখে ওসি ফরিদ আহমেদ এর নাম প্রসংশায় পঞ্চমুখ।

এ ব্যাপারে ওসি ফরিদ আহমেদকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, মানুষে ভালবাসা আর সেবা দিয়েই আমি আইনশৃঙ্খলা উন্নয়ন করতে বদ্ধপরিকর। পুলিশ জনগণের বন্ধু, সেবক এবং অপরাধীর যম, এটা প্রমান করতেই জেলা পুলিশ সুপারের নেতৃত্বে ময়মনসিংহ পুলিশ বদ্ধপরিকর।

(এনআরকে/এসপি/ফেব্রুয়ারি ০৪, ২০২৫)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test