E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ত্রিশালবাসীকে অক্লান্ত সেবা দিয়ে যাচ্ছেন সাব-রেজিষ্টার জাহিদ

২০২৫ ফেব্রুয়ারি ০৪ ১৬:৫৪:৪২
ত্রিশালবাসীকে অক্লান্ত সেবা দিয়ে যাচ্ছেন সাব-রেজিষ্টার জাহিদ

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : গত এক বছরে ত্রিশালবাসীর মনে জায়গা করে নিয়েছেন সাব-রেজিষ্টার মোঃ জাহিদুল হক। তিনি গত ১৫ নভেম্বর ২০২৩ তারিখে ত্রিশাল সাব-রেজিষ্টার হিসেবে যোগদান করেই সরকারের সবচেয়ে স্পর্শকাতর সেবাস্থান সাব-রেজিষ্টার হিসেবে ত্রিশাল আসেন। এবং কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন সাবরেজিষ্টার অফিসের দুর্নীতিগ্রস্ত কর্মচারীদের উদ্দেশ্যে।

এমন উচ্চারণ শুনে অনেক কর্মচারী এবং কিছু সুবিধাভোগী দলিল লেখক উঠে পড়ে লাগেন সাব-রেজিষ্টার জাহিদুলের পিছনে। বিভিন্ন অজুহাতে মিথ্যা ভিত্তিহীন গুজব ছড়িয়ে বেড়ান অপকর্ম কারীর দল। এদের মধ্যে সাবেক দলিল লেখক মোঃ দুলাল উদ্দীন সরকার গং৷ দু্নীতির দায়ে বহিস্কার হওয়া দলিল লেখক দুলাল একজন ফ্যাষিষ্ট সরকারের দোষর হিসেবে দীর্ঘ ৯ বছর যাবৎ বিনা নির্বাচনে ক্ষমতায় অধিষ্ঠিত থেকে সাধারণ দলিল লেখক দের জিম্মি করে অর্থনৈতিক ও মানসিক চাপে রেখেছিলেন। এবং ত্রিশাল সাবরেজিস্টার অফিসের জিরো থেকে কোটিপতি হওয়া এক কর্মচারী যোগসাজসে একজন সৎ ও নিষ্ঠাবান ব্যাক্তিত্বের অধিকারী, নিঃস্বার্থ সেবাদানকারী অফিসারের বিরুদ্ধে কুৎসা রটনা করে চলেছেন একের পর এক।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, উক্ত কর্মচারী দূর্নীতির মামলায় জেলখাটা আসামি, যা এখনও তদন্তানাধীন, দুদুক ময়মনসিংহ ইউনিট দ্বারা তদন্ত চলছে। মটবাড়ী ইউনিয়নের বৃদ্ধ কৃষক জুলহাস উদ্দীন। তিনি বলেন, জমি রেজিষ্ট্রি করতে আগে যে ভোগান্তি পেতে হতো, এই স্যার আসার পরে আমাদের বারতি কোনো টাকা লাগে নাই। খুব সহজ উপায়ে আমি জমি বিক্রী করে সেই টাকায় মেয়ের বিয়ে দিয়েছি।

বালিপাড়ার ব্যাবসায়ী মোজ্জাফফর হোসেন জানান, আমি আগে জমি রেজিষ্টি করতে একলাখ টাকার বেশী খরচ দিয়েছি ৪৫ শতাংশ জমিতে। আর এবার অতিরিক্ত কোনো টাকা লাগে নাই।

এ ব্যাপারে ত্রিশাল সাবরেজিস্টার অফিসের দলিল লেখক সমিতির সভাপতি মোঃ রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জানান, ত্রিশালের সাবরেজিস্টার জাহিদুল ইসলাম একজন সৎ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল একজন ভালো মানের সরকারি কর্মকর্তা এবং জননিবেদিত মানুষ। এতে প্রতিয়মান হয় যে বর্তমান সাবরেজিস্টার একজন সৎ ও ভালো মানের কর্তব্যপরায়ন ব্যাক্তি।

সাব-রেজিষ্ট্রার মোঃ জাহিদুল হক এই প্রতিবেদককে জানান, আমি এক বছর আগে এই সাব-রেজিষ্ট্রি অফিসে যোগদান করি। প্রতিমাসে ১ হজার এর অধিক দলিল সম্পাদন হয়। আগে কি হয়েছে আমি জানি না। তবে আমি এসে সকলকে এ ব্যাপারে হুশিয়ারী উচ্চারণ করে বলেছি, যে কেউ দুর্নীতির সাথে জড়িত হলে কোনো ছাড় দেওয়া হবে না। এমন হুশিয়ারীর পর গত মাসে একজন দলিল লেখককে দুর্নীতির অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে বহিস্কার করা হয়। এমতবস্থায় অফিসের এক কর্মচারীর সাথে হাত মিলিয়ে তথাকথিত পত্রিকায় আমার নামে কুৎসা এবং মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত ভাবে হেয় করার জন্য তাড়া বিভ্রান্তিমূলক কথাবার্তা ছড়ান। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। এবং এখন আমি দৃঢতার সহিত বলি, যে সকল কর্মচারি/দলিল লেখক আছেন, সৎ ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করুন, ইনশাআল্লাহ ভালো থাকবেন। আমি কোনো অন্যায় করি না অন্যকে সেই সুযোগ দিবো না।

(এনআরকে/এসপি/ফেব্রুয়ারি ০৪, ২০২৫)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test