E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

অগ্নিদগ্ধ স্কুল ছাত্রের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

২০২৫ ফেব্রুয়ারি ০৩ ১৮:৪৯:২৪
অগ্নিদগ্ধ স্কুল ছাত্রের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

বিশেষ প্রতিনিধি : রাজবাড়ীতে নিতুন সরকার (১৪) নামে এক স্কুল ছাত্র অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। সে ফরিদপুর জেলার মধুখালীর নিমাই সরকারের ছেলে ও গোয়ালন্দ লোটাস কলেজিয়েট স্কুলের দশম শ্রেণীর ছাত্র।

আজ সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।

গত ২৮ জানুয়ারী বিকেল সাড়ে ৪টার সময় রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৪নং ওয়ার্ডের নিলু শেখের পাড়ার হাশেম মহুরীর বাড়ীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় আগুনে দগ্ধ হয় ফরিদপুর জেলার মধুখালীর নিমাই সরকারের ছেলে নিতুন সরকার (১৪), জেলার পাংশার জাহিদুল ইসলামের স্ত্রী সোমা (৪০) সহ ৩ জন।

স্থানীয়রা বলেন, জ্বলন্ত আগুন থেকে এলাকার যুবকদের প্রাণপণ চেষ্টায় প্রাণের বাঁচলেন নিতুন সরকার। এলাকার লোকজন মিলে আগুন নিভানো ও জানালা ভেঙ্গে উদ্ধার করায় বেঁচে যায়। অগ্নিদগ্ধদের উদ্ধার করে গোয়ালন্দ হাসপাতালে ভর্তি করা হয়। পরে নিতুন সরকারকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মোঃ সাবেকুল ইসলাম বলেন, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার সময় গোয়ালন্দ পৌরসভার ৪ নং ওয়ার্ড নিলু শেখের পাড়ার হাসেম মোহরীর সেমি পাকা ফুল ওয়াল করা বসতবাড়ির ভাড়াটিয়া দীনবন্ধুর ঘর থেকে বৈদ্যুতিক শর্ক লেগে হঠাৎ করে আগুন লেগে দ্রুত চারটি ঘরে ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে গোয়ালন্দঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীর সহযোগিতায় দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে দগ্ধ হয়ে নিতুন সরকার (১৪), সোমা (৪০) এবং অজ্ঞাতনামা আরো একজন সহ তিনজন গুরুতর আহত হয়। সন্ধ্যা পৌনে ৬টার সময় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। আগুনে ভাড়াটিয়া দীন বন্ধু, কাঞ্চন বিশ্বাস, পলাশ ও জাহিদুল ইসলামের ঘরে থাকা সম্পূর্ণ মালামাল পুড়ে ১৫-২০ লক্ষ টাকার ক্ষতি হয়।

(একে/এসপি/ফেব্রুয়ারি ০৩, ২০২৫)

পাঠকের মতামত:

০৪ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test