E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

সদরপুরে ‘শেখ হাসিনাতেই আস্থা’ লিফলেট বিতরণকালে এক ব্যক্তিকে গণপিটুনি

২০২৫ ফেব্রুয়ারি ০৩ ১৮:৩৬:৩৭
সদরপুরে ‘শেখ হাসিনাতেই আস্থা’ লিফলেট বিতরণকালে এক ব্যক্তিকে গণপিটুনি

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরের সদরপুর উপজেলায় ‘শেখ হাসিনাতেই আস্থা’ লেখা ও শেখ হাসিনার হাস্যোজ্জ্বল ছবি সম্বলিত হ্যান্ড লিফলেট বিতরণকালে মো. প্রিন্স চৌধুরী (৪২) নামে এক ব্যক্তিকে আটক করে স্থানীয় কিছু জনতা। পরে প্রিন্সকে তাঁরা গণপিটুনি দেওয়ার এক পর্যায়ে স্থানীয় সদরপুর থানা পুলিশ এসে তাঁকে উদ্ধার ও আটক করে থানায় নিয়ে যায়।

রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের 'জয় বাংলা বাজার' নামক স্থানে ওই ঘটনা ঘটে। গণপিটুনিতে আহত ও পুলিশের আটককৃত যুবকের নাম মো. প্রিন্স চৌধুরী (৪২) স্থানীয় দক্ষিণ চরবিষ্ণুপুর গ্রামের মৃত- আব্দুর রাজ্জাক চৌধুরীর পুত্র। সদরপুর থানা পুলিশ 'জয় বাংলা বাজার' থেকে প্রিন্সকে গ্রেফতারের সময় তাঁর কাছে ৭টি 'শেখ হাসিনাতেই আস্থা' লেখা হান্ড লিফলেট পেয়েছে।

রবিবার রাতে এ ব্যাপারে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোতালেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'তদন্ত সাপেক্ষে আটককৃত প্রিন্স চৌধুরীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে'।

এদিকে প্রিন্স চৌধুরীর পারিবার ও স্বজনেরা বলছেন, আটককৃত প্রিন্সের গায়ে যারা হাত দিয়েছে, তাঁরা সবাই বিএনপি ও জামাতের সাথে রাজনীতি'র সাথে যুক্ত। একই এলাকায় লোকজন হওয়ায় সবাইকে তারা চিনেন জানেন বলেও জানান তারা।

এছাড়া স্থানীয়রা বলছেন, আওয়ামী লীগের আমলে কম-বেশি আওয়ামী লীগের সুবিধা ভোগ করে আবার আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিপরীতে বটগাছ মার্কা নিয়ে নির্বাচন করার অভিজ্ঞতাও রয়েছে আটককৃত প্রিন্স চৌধুরীর।

উল্লেখ করা যেতে পারে, রবিবার ওই ঘটনার পর থেকে তাঁকে মারধর, বিকৃত ভাষার গালিগালাজ করা ও তাঁর ওপর অতর্কিত মব নিপীড়নের একাধিক ভিডিও ও বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যাতে সাধারণ মানুষকে মিশ্র প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে।

(আরআর/এসপি/ফেব্রুয়ারি ০৩, ২০২৫)

পাঠকের মতামত:

০৪ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test