E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

যৌথবাহিনীর অভিযানে ঈশ্বরদীতে বিপুল বিড়ি ও সিগারেট আটক

২০২৫ ফেব্রুয়ারি ০৩ ১৮:৩০:১৪
যৌথবাহিনীর অভিযানে ঈশ্বরদীতে বিপুল বিড়ি ও সিগারেট আটক

ঈশ্বরদী প্রতিনিধি : থানা পুলিশ ও বিজিবি’র যৌথ অভিযানে এস এ পরিবহনের ঈশ্বরদী শাখা থেকে সিগারেট ও বিভিন্ন ব্র্যান্ডের বিড়ি আটক হয়েছে।

আজ সোমবার সকালে ঈশ্বরদী থানা জানায়, গভীর রাতে কুরিয়ার এ্যান্ড প্বার্শেল সার্ভিস এস এ পরিবহনের অফিস ও গুদামে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের বিড়ি ও সিগারেট আটক করা হয়। আটককৃত বিড়ি ও সিগারেটের দাম ১৪ লাখ ৮০ হাজার টাকা।

যৌথবাহিনীর অভিযানে নের্তৃত্ব দেন কুষ্টিয়া বিজিবি-৪৭ ব্যাটেলিয়নের সহকারি পরিচালক জাকিরুল ইসলাম ও থানা পুলিশের এস আই সেলিম রেজা। এসময় সাত হাজার প্যাকেট ডার্বি সিগারেট, যার বাজার মূল্য ৫ লাখ ৬০ হাজার টাকা, ছয় হাজার প্যাকেট মনমোহন বিড়ি, মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা, ৫০ হাজার টাকা মূল্যের দুই হাজার প্যাকেট রানা বিড়ি, ৮০ হাজার টাকার ৩,২০০ প্যাকেট দেশ বিড়ি, ৩ লাখ ১০ হাজার টাকা মূল্যের ১২ হাজার ৪ শত প্যাকেট আকিজ বিড়ি জব্দ করা হয়েছে। জব্দকৃত বিড়ি ও সিগারেট নকল বলে ঈশ্বরদী কাস্টমস এর ধারণা। বিজিবি ও থানা পুলিশ এগুলো ঈশ্বরদী কাস্টমস অফিসে জমা দিয়েছে বলে জানা গেছে।

বিজিবি ৪৭ ব্যাটেলিয়নের সহকারী পরিচালক জাকিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, কুষ্টিয়ার ভেড়ামারা থেকে নকল বিভিন্ন ব্র্যান্ডের বিড়ি ও ডার্বি সিগারেট বোঝাই একটি গাড়ি ঈশ্বরদীর দিকে যাচ্ছে। আমরা বিড়ি ও সিগারেটের গাড়ির পিছু নিয়ে ঈশ্বরদীস্থ এস এ পরিবহনের শাখায় অভিযান চালিয়ে মালামালগুলো আটক করি। মালামাল আটকের পর প্রায় ৩ ঘন্টা অপো করেও মালিককে পাওয়া যায়নি। আপাতত কাস্টমস হেফাজতে এগুলো রাখা হয়েছে। পরবর্তীতে মালিক সঠিক কাগজ দেখাতে পারলে তাদের কাছে বিড়ি ও সিগারেট বুঝিয়ে দেওয়া হবে। আর মালিককে না পাওয়া গেলে আইনি প্রক্রিয়ায় মাধ্যমে বিড়ি ও সিগারেটগুলো ধ্বংস করা হবে।

তিনি আরও জানান, বান্দরবান, গোপালগঞ্জ, টেকেরহাট জেলায় পাঠানোর জন্য বিড়ি ও সিগারেট ঈশ্বরদী এস এ পরিবহন থেকে বুকিং করা হয়েছিল। মালিককে বিজিবি ও এস এ পরিবহনের ঈশ্বরদী শাখা থেকে একাধিকবার ফোন করলে তারা হাজির হয়নি এবং পরবর্তীতে ফোন বন্ধ করে রাখে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ও ঈশ্বরদী থানা পুলিশের যৌথ অভিযানে বিড়ি ও সিগারেট আটক করা হয়েছে। বিড়ি ও সিগারেট আপাতত ঈশ্বরদীস্থ কাস্টমস অফিসে জমা আছে। মালিকের কাগজপত্র যাচাই-বাছাই করে পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

কাস্টস গুদামের কর্মকর্তা মাহমুদুল হাসান আটককৃত বিড়ি ও সিগারেট বুঝে নিয়ে জানান, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরবর্তীতে এবিষয়ে ব্যবস্থা গ্রহন করবেন।

(এসকেকে/এসপি/ফেব্রুয়ারি ০৩, ২০২৫)

পাঠকের মতামত:

০৪ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test