E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

সালথায় চা পান করতে গিয়ে হাতুড়িপেটার শিকার যুবক

২০২৫ ফেব্রুয়ারি ০৩ ১৮:২৬:২০
সালথায় চা পান করতে গিয়ে হাতুড়িপেটার শিকার যুবক

সালথা প্রতিনিধি : ব্যবসায়ী, কলেজছাত্র ও এক যুবককে হাতুড়িপেটার রেশ কাটতে না কাটতেই এবার সুজন মাতুব্বর (৩৪) নামে এক কৃষক চা পান করতে গিয়ে হাতুড়িপেটার শিকার হয়েছেন।

আজ সোমবার সকালে উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়াগট্টি বাজারে এ হাতুড়িপেটার ঘটনা ঘটে।সুজন মাতুব্বর একই উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের হানিফ মাতুব্বরের ছেলে।

সুজন মাতুব্বর সকালে বালিয়াগট্টি বাজারে চা পান করতে যান। এ সময় তাকে জাফর মাতুব্বর, উচমান মাতুব্বর, জাহিদ মাতুব্বর, মিন্টু বেপারী, ইকরাম বেপারী, মিন্টু বেপারী, শাহীন বেপারী, বাবুল মাতুব্বর, ইমরান শেখ, রানা শেখ সহ আরও কয়েকজন যুবক তাকে হাতুড়িপেটা করে বলে ভুক্তভোগী পরিবারের অভিযোগ। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাতুড়িপেটার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

এ ব্যাপারে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।

এ ব্যাপারে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল সাংবাদিকদের বলেন, হাতুড়ি পেটার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, এর আগে গত ২৯ ডিসেম্বর উপজেলার গট্টি ইউনিয়নের পাটপাশা বালিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. ইসহাক মাতুব্বরের ছেলে ইকরাম মাতুব্বরকে হাতুড়ি পেটা, গত ৭ জানুয়ারী বালিয়াগট্টি বাজারের সাইফুর রহমান শাওনকে হাতুড়িপেটা, গত ৩১ জানুয়ারী আতিক শেখকে হাতুড়ি পেটা করা হয়। এভাবে প্রতিনিয়ত হাতুড়িপেটার ঘটনায় ওই এলাকায় হাতুড়িপেটা আতঙ্কে দিনকাটাচ্ছে মানুষ। তবে, অদৃশ্য কারণে কেউ থানায় মামলা কিংবা অভিযোগ দিতে সাহস পাচ্ছেন না।

(এএন/এসপি/ফেব্রুয়ারি ০৩, ২০২৫)

পাঠকের মতামত:

০৪ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test