E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ফেসবুক আইডি হ্যাক করে টাকা দাবি

২০২৫ ফেব্রুয়ারি ০২ ১৮:৪৪:০৪
ফেসবুক আইডি হ্যাক করে টাকা দাবি

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীতে গত কয়েক দিনে বেশ কয়েকজনের ফেসবুক আইডি হ্যাক হয়েছে। হ্যাকাররা বিভিন্ন জনের মেসেঞ্জারে বার্তা পাঠিয়ে দাবি করছে টাকা। এ কারণে ফেসবুক ব্যবহারকারীরা বিষয়টি নিয়ে আতঙ্কে রয়েছেন। হ্যাক হওয়া আইডির মধ্যে রাজবাড়ীর কয়েকজন বিশিষ্ট ব্যক্তিও রয়েছেন।

জানা গেছে, গত কিছুদিনের মধ্যে রাজবাড়ীর সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেবাহুতি চক্রবর্তী, রাবেয়া-কাদের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আতাউর রহমান, চিকিৎসক তাপস কর্মকার, নারী নেত্রী আঞ্জুমান আরাসহ অন্তত ১০ জনের আইডি হ্যাক হয়েছে। তাদের আইডি হ্যাক হওয়ার পর সেই আইডি থেকে বিভিন্ন জনের কাছে বার্তা পাঠিয়ে টাকা চাওয়া হচ্ছে। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন বলে জানান তারা।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শরীফ আল রাজীব জানান, এ ধরনের ঘটনা তিনিও শুনেছেন। তবে কেউ অভিযোগ করেনি। যদি কেউ অভিযোগ করে, তাহলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

(একে/এসপি/ফেব্রুয়ারি ০২, ২০২৫)

পাঠকের মতামত:

০২ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test