E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

রাতের আধাঁরে নির্মাণাধীন দেয়াল ভেঙে মালামাল লুটের অভিযোগ

২০২৫ ফেব্রুয়ারি ০২ ১৮:১১:৩১
রাতের আধাঁরে নির্মাণাধীন দেয়াল ভেঙে মালামাল লুটের অভিযোগ

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : রাতের আধাঁরে হামলা চালিয়ে প্রবাসীর ক্রয়কৃত জমির ওপর থাকা সীমানা দেয়াল ভেঙে দেয়া ও নির্মাণাধীন ভবনের রড পানিতে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার উত্তর সাকোকাঠী গ্রামের।

ওই গ্রামের মৃত আব্দুল মান্নান মোল্লার ছেলে সহিদুল আলম ফারুক অভিযোগ করে বলেন, বিগত ৮ বছরপূর্বে আমার সৌদি প্রবাসী ছোট ভাই বিপ্লব হোসেন উত্তর সাকোকাঠী গ্রামের জনৈক বদরুল আলম ও তার বোন হোসনেয়ারা বেগমের কাছ থেকে সাড়ে চার শতক জমি ক্রয় করে ভোগদখল করে আসছেন। গত বুধবার (২৯ জানুয়ারি) ওই জমিতে দেয়াল দেওয়ার পর ভবন নির্মাণ করতে রড-সিমেন্ট নেয়া হয়। নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য থানায় অভিযোগ দেয় স্থানীয় সামচুল হক মোল্লা।

পরবর্তীতে পুলিশের অনুরোধে আমরা কাজ বন্ধ রাখি। কাজ বন্ধ রাখার পরও ওইদিন দিবাগত গভীর রাতে সামচুলের ছেলে শুভ মোল্লার নেতৃত্বে ভাড়াটিয়া সন্ত্রাসীরা রড-সিমেন্টের পাহারায় থাকা আমাদের লোকজনের ওপর হামলা চালিয়ে সীমানা দেওয়াল ভেঙ্গে দেয় এবং দালানের জন্য সেখানে রাখা রড-সিমেন্ট লুটপাট করে নিয়ে যায়। এঘটনায় সামসুল ও তার ছেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ করে তিনি আরও বলেন, সামসুল ও তার ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়ার পর রহস্যজনক কারনে অভিযোগের কোন তদন্ত না করে হামলাকারীদের সাথে আপোষ হওয়ার প্রস্তাব দেন ওসি ইউনুস মিয়া। হামলাকারীদের পক্ষে ওসির এমন প্রস্তাবে আমরা বিব্রত। এবিষয়ে জানতে অভিযুক্ত শুভ মোল্লা মোবাইলে ০১৫১১১২৪০১২ নাম্বারে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া যায়নি।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, বিবাদীর সাথে আপোসের কোন প্রস্তাব দেওয়া হয়নি। আমাদের সালিশী করার কোন এখতিয়ার নেই। তবে উভয়পক্ষ বিষয়টি নিয়ে বসার কথা বলছে বিধায় তাদের সময় দেওয়া হয়েছে।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ০২, ২০২৫)

পাঠকের মতামত:

১১ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

Website Security Test