E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

মেডিকেলে চান্স পাওয়া মেধাবী শিক্ষার্থী মিমির পাশে যুবদল-ছাত্রদল

২০২৫ ফেব্রুয়ারি ০২ ১৭:৩০:২৮
মেডিকেলে চান্স পাওয়া মেধাবী শিক্ষার্থী মিমির পাশে যুবদল-ছাত্রদল

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম এলাকার মেধাবী শিক্ষার্থী মিমি আক্তারের পাশে দাঁড়িয়েছে লোহাগড়া উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। 

এ সময় নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মেধাবী শিক্ষার্থী মিমি আক্তারকে বই, অ্যাপপ্রোনসহ আর্থিক সহযোগিতা প্রদান করেন।

এ উপলক্ষে আজ রবিবার সকালে লোহাগড়া উপজেলার দিঘলিয়াস্হ নবগঙ্গা ডিগ্রি কলেজের হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নবগঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: মোশাররফ হোসেন মোল্যার সভাপতিত্বে ও নড়াইল জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার তাইবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও নবগঙ্গা ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মোঃ টিপু সুলতান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদল নেতা ও ইন্টার্নি চিকিৎসক রায়হান রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা রকি আহমেদ, লোহাগড়া পৌর যুবদলের যুগ্ন আহবায়ক সোহেল রানা লাক্সমি, লোহাগড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহবুবুর রহমান রাজ, লোহাগড়া সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক ফরহাদ হোসেন, সাজ্জাদ শিকদার, হিরণ মৃধা, সুজাত সরদার প্রমুখ।

এ বিষয়ে জেলা ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার তাইবুল ইসলাম বলেন, ' মিমির সাফল্যে আমরা গর্বিত। মিমির শিক্ষা জীবন নিশ্চিত করার লক্ষে যা যা করনীয়,তা ছাত্রদল ও যুবদল করবে'।

মিমির সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে নবগঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন মোল্লা বলেন, 'মিমি আমার কলেজের শিক্ষার্থী ছিল। তার এই সাফল্যে আমি গর্বিত। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং তার পাশে যারা দাঁড়িয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এক প্রতিক্রিয়ায় মিমি আক্তার বলেন, 'আমি সবার প্রতি কৃতজ্ঞ। বিশেষ করে, যারা আমার জন্য আর্থিকভাবে সহযোগিতা করেছেন, আমি কখনোই তাদের অবদান ভুলবো না। আমার স্বপ্ন ছিল ডাক্তার হয়ে মানুষের সেবা করবো। এই সহযোগিতা আমাকে সেই স্বপ্ন পূরণের পথে এগিয়ে দিলো।’

উল্লেখ্য, লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম এলাকার দিনমজুরের মেয়ে মিমি আক্তার ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেলেও সাংসারিক অসচ্ছলতার কারণে তার মেডিক্যালে ভর্তিতে অনিশ্চয়তার সৃষ্টি হয় এবং এ সংক্রান্ত সংবাদ প্রতিবেদন বিভিন্ন জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রকাশিত হলে সমাজের বিভিন্ন বিত্তবান ব্যক্তিবর্গ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রবাসী ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মেধাবী শিক্ষার্থী মিমি আক্তারের পাশে দাঁড়িয়েছেন।

(আরএম/এসপি/ফেব্রুয়ারি ০২, ২০২৫)

পাঠকের মতামত:

০২ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test