E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

পাংশায় শ্রমিক দল নেতার অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

২০২৫ ফেব্রুয়ারি ০১ ২৩:৪০:৪৪
পাংশায় শ্রমিক দল নেতার অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিশেষ প্রতিনিধি : রাজবাড়ীর পাংশা উপজেলা শ্রমিক দলের নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মোঃ সোবাহান মিয়ার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০১ ফেব্রুয়ারি) রাত ৮ টায় পাংশা শহরের মালেক প্লাজার সামনে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এর আগে পাংশা আজিজ সরদার মোড় থেকে একটি বিক্ষোভ মিশিল বেড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মালেক প্লাজার সামনে এসে শেষ করে।এ সময় নবনির্বাচিত কমিটির সভাপতি মো. আনসার আলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক মো. সোবাহান মিয়াসহ কয়েকশত নেতাকর্মী উপস্তিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক মো. সোবাহান মিয়া বলেন, ২০০৮ সালে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর দীর্ঘ ৫ বছর ঢাকায় পালিয়ে থাকতে হয়েছে বিএনপি করার কারণে। সে সময় আওয়ামী লীগের লোকজন আমার বাড়িতে লুটপাট করে আগুন জালিয়ে দেয়। দীর্ঘ ১৬ বছর বিএনপির প্রতিটি আন্দোলন সংগ্রহ রাজপথে থেকেছি। আজ যখন আমাকে পাংশা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নির্বাচিত করেছে। তখন একদল তথাকথিত বিএনপি আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

(একে/এএস/ফেব্রুয়ারি ০১, ২০২৫)

পাঠকের মতামত:

০২ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test