E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

সোনারগাঁয়ে হত্যা মামলার আসামি নিয়ে বহিস্কৃত যুবদল নেতার বিক্ষোভ মানববন্ধন 

২০২৫ ফেব্রুয়ারি ০১ ১৯:৫০:১৯
সোনারগাঁয়ে হত্যা মামলার আসামি নিয়ে বহিস্কৃত যুবদল নেতার বিক্ষোভ মানববন্ধন 

শেখ এনামূল হক বিদ্যুৎ, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার আসামিদেরকে নিয়ে উপজেলা যুবদল নেতা আশরাফ ভূইয়া তার বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। আর এ ঘটনায় উপজেলার সর্বত্র বয়ে যাচ্ছে সমালোচনার ঝর।

গত শুক্রবার এই বহিষ্কারের প্রতিবাদে পুনরায় পদে ফিরে যাওয়ার দাবীতে উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা এলাকায় কিছুসংখ্যক ব্যক্তি ও ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামিদের নিয়ে বিক্ষোভ, প্রতিবাদ ও মানববন্ধন করেন আশরাফ ভুইয়া ও তার অনুসারীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি মোতালেব মেম্বার, আওয়ামী লীগ নেতা ডা. আবু জাফর চৌধুরী বীরুর আস্থাভাজন মুক্তার হোসেন, জাপা ও আওয়ামী লীগ নেতা রমজান, দৌলত ও মহসিন দের নিয়ে বিক্ষোভ মিছিল করেন তিনি। তারা প্রত্যেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় এজাহার ভুক্ত আসামি।

এর আগে গত ২৩ জানুয়ারী আশরাফ ভুইয়াকে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও দখলবাজিতে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগে সোনারগাঁ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিস্কার করে কেন্দ্রীয় যুবদল।

এ বিষয়ে সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক শহীদুর রহমান স্বপন বলেন, হত্যা আর নাশকতার মামলার আসামিদের নিয়ে দলের কেহ্ কিছু করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আশরাফ ভুইয়া যেহেতু দলের কেউ না এটা তার ব্যক্তিগত বিষয় তিনি কাকে নিয়ে বিক্ষোভ বা মানববন্ধন করবেন। তাকে নিয়ে আমার কোন মন্তব্য করা সঠিক হবেনা।

(এসকেকে/এসপি/ফেব্রুয়ারি ০১, ২০২৫)

পাঠকের মতামত:

০১ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test