E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

সুবর্ণচরে এতিমখানার ভবন নির্মাণে অর্থ প্রদান করলো ফ্রেন্ডস একতা ফাউন্ডেশন 

২০২৫ ফেব্রুয়ারি ০১ ১৮:৩৯:২২
সুবর্ণচরে এতিমখানার ভবন নির্মাণে অর্থ প্রদান করলো ফ্রেন্ডস একতা ফাউন্ডেশন 

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের সমিতির বাজার অবস্থিত বায়তুশ সাইফ জামানিয়া এতিমখানা প্রায় ২ শতাধিক এতিম শিশুদের জন্য প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত হচ্ছে ৩ তলা বিশিষ্ট ভবন। 

ভবনটির একতলা ছাঁদ ঢালাই করতে অর্থ সংকট থাকায় সুবর্ণচর উপজেলার সামাজিক সংগঠন, প্রবাসী ও বিত্তবানদের সহযোগিতা চান এতিমখানার পরিচালক মাওলানা মোঃ মনিরুজ্জামান জিহাদী।

এমন সংবাদ পেয়ে আজ শনিবার চর জব্বর ইউনিয়ন সমিতির বাজারে অবস্থিত বায়তুশ সাইফ জামানিয়া এতিমখানার পরিচালক মাওলানা মনিরুজ্জামান জিহাদীকে নগদ ৩১ হাজার টাকান প্রদান করেন সুবর্ণচর উপজেলার স্বেচ্চাসেবী ও মানবিক সামাজিক সংগঠন ফ্রেন্ডস একতা ফাউন্ডেশনের সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন, ফেন্ডস একতা ফাউন্ডেশনে, আহব্বায়ক মোঃ সাহে এমরান সবুজ, সিনিয়র সহ-সভাপতি মোঃ আমিনুল রহমান নাহিদ, সংগঠনের সদস্য আমজাদ হোসাইন, যুগ্ম আহ্বায়ক ইমাম উদ্দিন গাজী, মাসুদ পারভেজ, আনোয়ার হোসেন রুবেল, সুজন খান জয়, শরিফ আলভী, হারুন, রায়হান হোসেন জিহাদ, সহ সংগঠনের নেতৃবৃন্দ, মাওলানা আবু তাহের, ইউপি সদস্য মোঃ শাহজাহানসহ এলাকার নেত্রীস্থাণীয় ব্যক্তিবর্গ।

ইতিপূর্বে সংগঠনটি অসহায় গরীব মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখার খরচ, চিকিৎসা বঞ্চিত মানুষকে চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান, দূর্যোগ মেকাবেলায় খাবার বিতরণ, শীত কালিন সময়ে শিতবস্ত্র বিতরণসহ সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

(এস/এসপি/ফেব্রুয়ারি ০১, ২০২৫)

পাঠকের মতামত:

০১ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test