E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

নড়াইলে চোরাই ইজিবাইক উদ্ধার, গ্রেফতার ৩ 

২০২৫ ফেব্রুয়ারি ০১ ১৭:৫৫:২৮
নড়াইলে চোরাই ইজিবাইক উদ্ধার, গ্রেফতার ৩ 

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় ব্যাটারী চালিত ইজিবাইক চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়েছে। 

গ্রেফতারকৃতরা হলো- মফিজ মোল্যা (৪৮), আকাশ মোল্যা (২৮) ও মোঃ ইসমাইল শেখ (২৫)।

গ্রেফতারকৃত আসামিদের হেফাজত হতে চোরাই ব্যাটারি চালিত ইজিবাইকটি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মফিজ মোল্যা (৪৮) মাগুরা জেলার ঘোড়ামারা গ্রামের মোঃ আঃ গনি মোল্যার ছেলে, আকাশ মোল্যা (২৮) একই জেলার পাল্লা (খালকুল পাড়া) গ্রামের মুরাদ মোল্যার ছেলে ও মোঃ ইসমাইল শেখ (২৫) পাল্লা (শেখপাড়া) গ্রামের তরিকুল শেখের ছেলে।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিত্বে লোহাগড়া থানার এসআই মোঃ কবির উদ্দিন মন্ডল, এএসআই মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার (৩০ জানুয়ারি) গভীর রাতে অভিযান চালিয়ে নড়াইল জেলার লোহাগড়া পৌরসভার মাইটকুমড়া (আশ্রয় প্রকল্প) এলাকার জনৈক শামীম শেখের বাড়ীর সামনে পাঁকা রাস্তার ওপর হতে চোরাই ব্যাটারী চালিত ইজিবাইকসহ তাদের আটক করা হয়। এসময় ধৃত আসামিদের নিকট থেকে ব্যাটারী চালিত একটি চোরাই ইজিবাইক জব্দ করা হয়।

এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, এ ঘটনায় লোহাগাড়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

(আরএম/এসপি/ফেব্রুয়ারি ০১, ২০২৫)

পাঠকের মতামত:

০১ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test