E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ইতালি নেওয়ার কথা বলে ফরিদপুরের দুই যুবককে লিবিয়ায় গুলি করে হত্যা

২০২৫ ফেব্রুয়ারি ০১ ১৪:০৪:৩০
ইতালি নেওয়ার কথা বলে ফরিদপুরের দুই যুবককে লিবিয়ায় গুলি করে হত্যা

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ইতালি নেওয়ার কথা বলে একাধিক দেশ ঘুরিয়ে, লিবিয়ায় নিয়ে গুলি করে ফরিদপুরের দুই যুবককে গুলি করে হত্যা করেছে একটি মানব পাচার চক্র। নিহতরা হলেন- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমারখালী গ্রামের মিন্টু হাওলাদারের ছেলে হৃদয় হাওলাদার (২৬) ও মজিবর হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার (২৫)।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুই যুবকের পরিবারের হোয়াটসঅ্যাপে ওই দুইজনের মরদেহের ছবি পাঠিয়েছে দালালচক্রটি। ছবি দেখে স্বজনদের আহাজারি যেনো থামছে না। পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুজে পাচ্ছেননা গ্রামবাসী। একই গ্রামের দুই যুবকের এমন মৃত্যু মানতে পারছেন না তাঁরা।

নিহত হৃদয় হাওলাদারের বাবা মিন্টু হাওলাদার কান্না জড়িত কণ্ঠে জানান, মাত্র দুই মাস আগে স্থানীয় আবু, তাঁরা মাতুব্বর, আলমাস ও আনোয়ার নামের চার ব্যক্তির মাধ্যমে ১৬ লাখ টাকা দিয়ে ছেলেকে ইতালির উদ্দেশ্যে পাঠিয়েছেন। তাঁর ছেলেকে প্রথমে দুবাই, সেখান থেকে সৌদি আরব এবং পরে লিবিয়া নিয়ে যায় ওই দালাল চক্র। ইতালি নিতে আরো টাকা দাবি করে তারা। টাকা দিতে না পারায় লিবিয়াতেই তাঁর ছেলেকে হত্যা করা হয়।

হৃদয়ের বড় ভাই মোখলেছুর রহমান বলেন, 'কয়েকদিন ধরে আমার ভাই হৃদয়ের কোনো খোঁজ পাচ্ছিলাম না। পরে ওরা গত শুক্রবার (৩১ জানুয়ারি) আমার ভাইয়ের মরদেহের ছবি পাঠিয়। ১৬ লাখ টাকা দেওয়ার পরও বিদেশ থেকে ফোন করে আরও টাকা দাবি করছিল পাচারকারী চক্র। সে টাকা না দেওয়ায় ওরা আমার ভাইকে মেরে ফেলেছে'।

এদিকে ওই মানবপাচারকারী চক্রটি মানুষকে জিম্মি করে টাকা আদায় করে এবং টাকা না দিলেই তাদের সঙ্গে খারাপ কিছু ঘটানো হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। তাঁরা আরো জানান, 'চক্রটি কখনও মানসিক ও শারিরীক অত্যাচার, কখনও বা প্রাণে মেরে ফেলে ওর

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকসেদুর রহমান জাগো নিউজকে বলেন, ভাঙ্গার দুই যুবককে লিবিয়ায় গুলি করে হত্যা করা হয়েছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। তারা থানায় অভিযোগ দায়ের করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(আরআর/এএস/ফেব্রুয়ারি ০১, ২০২৫)

পাঠকের মতামত:

০১ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test