E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

শিশুটিকে ফের হাসপাতালে ভর্তি 

শিশু ধর্ষণ মামলার আসামি ইমাম আব্দুল্লাহকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

২০২৫ জানুয়ারি ৩১ ১৯:১৪:০৬
শিশু ধর্ষণ মামলার আসামি ইমাম আব্দুল্লাহকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়নের বালিথা গ্রামের ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার একমাত্র আসামী  আব্দুল্লাহ সরদারকে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকালে বালিথা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

ফিংড়ি ইউনিয়ন বাসির আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য আরশাদ আলী।

মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন তোফাজ্জেল সরদার, জাম্বিয়া খাতুন, সুমাইয়া খাতুন, আসাদ, মোজাহার, বাবু প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, 'গত ২৬ জানুয়ারী রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে বিস্কুটের প্রলোভন দেখিয়ে ৬ বছরের শিশুকে ঘরে ডেকে পা ও মুখ বেঁধে মুখে কাপড় গুজে ধর্ষণ করে পালিয়ে যান বালিথা গ্রামের আনার উদ্দীন সরদারের ছেলে জিফুলবাড়িয়া কামিল মাদ্রাসার প্রথম বর্ষের ছাত্র বালুইগাছা মসজিদের ইমাম আব্দুল্লাহ সরদার। ওইদিন বিকেলে ওই শিশুকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন তার মা বাদি হয়ে আব্দুল্লাহর নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন আইনের ২০০০ সালের সংশোধিত ২০০৩ এর ৯ (১) ধারায় থানায় মামলা দায়ের করেন। তবে মামলা দায়েরের ৫ দিনেও আব্দুল্লাহ সরদারকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে আসামী গ্রেপ্তার না হওয়ায় হতাশ হচ্ছেন ভিকটিমের পরিবারসহ এলাকাবাসী। এদিকে শিশুটির শরীরের অবস্থা আবারও অবনতি হওয়ায় শুক্রবার বিকেলে তাকে আবারো সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসহায় গরীব পরিবার বর্তমানে শিশুটিকে নিয়ে মহা দুশ্চিন্তায় আছেন।'

অনতিবিলম্বে আসামী হাফেজ আব্দুল্লাহ সরদারকে গ্রেপ্তারের দাবী জানিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা।

মামলার তদন্তকারি কর্মকর্তা সাতক্ষীরা থানার উপপরিদর্শক শাকিল আহম্মেদ বলেন, 'মামলার পর থেকে আসামী আব্দুল্লাহ সরদারকে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে। আশা করছি দ্রুতই তাকে আইনের আওতায় আনা সম্বব হবে।'

(আরকে/এসপি/জানুয়ারি ৩১, ২০২৫)

পাঠকের মতামত:

০১ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test