E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

আগৈলঝাড়ার পাল পাড়ায় সরস্বতী প্রতীমা তৈরীতে ব্যস্ত কারিগররা

২০২৫ জানুয়ারি ৩১ ১৮:৩৯:০৭
আগৈলঝাড়ার পাল পাড়ায় সরস্বতী প্রতীমা তৈরীতে ব্যস্ত কারিগররা

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : একদিন পরে সনাতন ধর্মের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যার দেবী সরস্বতীর পুজা। হিন্দু শাস্ত্র মতে, দেবী সরস্বতী বিদ্যা, বুদ্ধি, সঙ্গীত ও কলার দেবী। তাইতো দেবী সরস্বতীর পুজা সনাতন ধর্মাবলম্বীদের কাছে অন্যতম উৎসব। পূজাকে সামনে রেখে কনকনে শীত উপেক্ষা করে দেবী সরস্বতীর প্রতিমা তৈলরি পরেরঙ করতে এখন মহাব্যস্ত সময় পার করছেন বরিশালের আগৈলঝাড়া উপজেলা উত্তর শিহিপাশা গ্রামের পাল পাড়ার প্রতীমা তৈরির কারিগররা।
পঞ্জিকা অনুযায়ি ২রা ফেব্রুয়ারি রবিবার বেলা ১২টা ৪৩ মিনিট ৮ সেকেন্ড এর পরে পঞ্চমী শুরু হয়ে ৩রা ফেব্রুয়ারি সকাল ১০টা ২৮মিনিট ৪৭ সেকেন্ড পর্যন্ত। কেউ কেউ ২রা ফেব্রুয়ারি ১৯ই মাঘ।

প্রসিদ্ধ মতে, আগামী ৩ ফেব্রুয়ারি সোমবার কৃষ্ণ পক্ষের পঞ্চমী তিথিতে পালিত হবে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পুজা। রবিবারও অনেকে রবিবারও পালন করবেন সরস্বতী পুজা।
শেষ সময়ে প্রতিমা তৈরিতে বিশ্রামের সুযোগ নেই পুরুষের পাশাপাশি নারী সদস্যদেরও। পুরুষ কারিগরদের সাথে নারী কারিগররাও কাজ করছেন দু’হাতে সমান তালে। শন,খড়, কাঠ, বাঁশ ও মাটি দিয়ে তৈরি প্রতিমার গায়ে মাটি দিয়ে আগেই রোদে শুকিয়ে মাটির অলঙ্কার পরানোর কাজ শেষ করা হ য়েছে। এখন চলছে রং-তুলির আঁচড়ে সরস্বতীর সৌন্দ ফুটিয়ে তোলার কাজ।

এই পাল পাড়ার তৈরি প্রতীমা যাচ্ছে হচ্ছে পাশ্ববর্তী গৌরনদী, কালকিনি, মুলাদীসহ বিভিন্ন উপজেলায়। ছাঁচে (ডাইস) নির্মিত প্রতীমা ৩’শ টাকা থেকে ৫’শ টাকা এবং শন, কাঠের ব্যানায় নির্মিত প্রতিমা আকারভেদে ১ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে বিক্রি করা হচ্ছে। এবছর বিক্রির উদ্যেশ্যে তৈরি করা হয়েছে অন্তত সহস্রাধিক সরস্বতীর প্রতীমা। এই প্রতীমা বিক্রির জন্য নেয়া হয় স্থানীয় বিভিন্ন হাট বাজারে।

কারিগররা জানান, হাতে সময় কম থাকায় সরস্বতী প্রতীমা তৈরিতে মহাব্যস্ত সময় পার করছেন তারা। তবে প্রতীমার চাহিদা বাড়লেও বাজারে উপকরণের দাম বেশি হওয়ায় আগের মতো লাভ হচ্ছে না তাদের। তারপরেও ঐতিহ্যগত কারনে বংশ পরম্পরায় তারা নির্মান করছেন দেবী সরস্বতরি প্রতীমা।

(টিবি/এসপি/জানুয়ারি ৩১, ২০২৫)

পাঠকের মতামত:

০১ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test