E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই’

২০২৫ জানুয়ারি ৩১ ১৮:০৮:৪২
‘মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই’

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : জেলার গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খান বলেছেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম মাধ্যম খেলাধুলা। একটা শিশুকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা অতি জরুরী। কারন শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোন বিকল্প নেই।

গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী পিঙ্গলাকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের ৪৯তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আরও বলেছেন, খেলাধুলা করতে হলে ভাল পরিবেশ গড়ে তোলা দরকার। ভালো পরিবেশে খেলাধুলা করতে পারলে শিক্ষার্থীদের পড়ালেখার প্রতিও মনোযোগী করে তোলা যায়। খেলাধুলা কেবল শারীরিক ও মানসিক উপকারের জন্যই নয়; একটা মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার কোন বিকল্প নেই।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বরিশাল শিক্ষা বোর্ডের মাধ্যমিক পরিদর্শক খান মো. রফিকুল ইসলাম হেলাল, পিঙ্গলাকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো. গোলাম আজম, নলচিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. জামাল উদ্দিন ফকির, জেলা উত্তর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাইয়েদুল আলম খান সেন্টুসহ অন্যান্যরা। সবশেষে অতিথিরা বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী এবং শ্রেনী উত্তরণ মেধা পুরস্কার বিতরণ করেছেন।

(টিবি/এসপি/জানুয়ারি ৩১, ২০২৫)

পাঠকের মতামত:

১২ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test