E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫

২০২৫ জানুয়ারি ৩১ ১৪:৩২:৪২
ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের সরিষাবাড়িতে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ ৫ যাত্রী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত আরও একজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশংকাজনক।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের করগ্রামের জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিএনজির চালক আব্দুর রাজ্জাক (৪৫), যাত্রী আব্দুল করিম (৪০), এনাম ফকির (৩৫), আরিফুল ইসলাম (৩৫) ও আলম মিয়া মিলিটারি (৪০)। এছাড়া আহত আরেক যাত্রী আমজাদ ফকিরকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- সিএনজিঅটোরিকশা চালক আব্দুর রাজ্জাক, যাত্রী এনাম ফকির, আরিফুল ইসলাম, আব্দুল করিম আলাল ও আলম মিয়া মিলিটারি। এছাড়া গুরুতর আহত আমজাদ ফকিরকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, টাঙ্গাইল জেলার মধুপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সাথে ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ চারজন মারা যান। স্থানীয়রা গুরুতর আহত দুই যাত্রীকে হাসপাতালে পাঠালে সেখানে মারা যান একজন।

খবর পেয়ে জামালপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে অংশ নেন।

নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. লুৎফর রহমান বলেন, মর্মান্তিক এই দুর্ঘটনার কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ জানজটের সৃষ্টি হয়। নিহতদের মধ্যে সিএনজি চালক আব্দুর রাজ্জাকের বাড়ি জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের কামালখান গ্রামে। বাকিদের ঠিকানা এখনো পাওয়া যায়নি।

(আরআর/এএস/জানুয়ারি ৩১, ২০২৫)

পাঠকের মতামত:

১৮ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test