E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বাগেরহাটে বেডরুমে ঝুলছিল গৃহবধূর মরদেহ

২০২৫ জানুয়ারি ২৯ ১৯:২৬:৩৫
বাগেরহাটে বেডরুমে ঝুলছিল গৃহবধূর মরদেহ

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাট উপজেলায় রেক্সনা বেগম (২৭) নামের এক গৃহবধূর মরদেহ বেডরুম থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার সকালে পুলিশ উপজেলার বারাশিয়া গ্রামের থেকে মরদেহটি উদ্ধার করে। গৃহবধূ রেক্সনা বেগম উপজেলার বারশিয়া গ্রামের মোকলেছুর রহমানের স্ত্রী। ঘটনার পর থেকে নিহতের স্বামী মোকলেছুর রহমান পলাতক রয়েছে।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবির এতথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে খবর পেয়ে পুলিশ বারাশিয়া গ্রামে মোকলেছুর রহমানের বেডরুমের আড়ার সাথে গলাই ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তার স্ত্রী রেক্সনা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে নিহতের স্বামী মোকলেছুর রহমান পলাতক রয়েছে। মরদেহের ময়না তদন্ত বুধবার দুপুরে বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে সম্পন্ন হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

(এস/এসপি/জানুয়ারি ২৯, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test