E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সড়ক অবরোধ করে ঈশ্বরদী থানার সামনে ছাত্রদের বিক্ষোভ

২০২৫ জানুয়ারি ২৯ ১৮:২১:০৩
সড়ক অবরোধ করে ঈশ্বরদী থানার সামনে ছাত্রদের বিক্ষোভ

ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী আন্দোলনের সহ-সমন্বয়ক ও নেতাদের  ওপর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ধারাবাহিক হামলার প্রতিবাদে, অপরাধীদের গ্রেপ্তার ও থানার ওসির অপসারণের দাবিতে থানার সামনের সড়ক অবরোধ করে অনির্দিষ্ট সময়ের জন্য বিক্ষোভ করেছন ছাত্ররা। 

আজ বুধবার সকাল থেকে ঈশ্বরদী থানা ফটকের সামনের রাস্তায় এ বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা। বিক্ষোভের সময় ঈশ্বরদী থানার ওসির অপসারণসহ নানা স্লোগানে স্লোগানে বৈষম্য বিরোধী ছাত্রদের ওপর হামলার বিচার ও আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। ওসি অপসারণের আদেশ না আসা পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাবেন বলে ছাত্ররা জানিয়েছেন।

এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহিম মেহেরা, তানজিদুর রহমান জিহান, মাহমুদুল ইসলাম শাওনসহ আন্দোলনকারী ছাত্ররা উপস্থিত ছিলেন।

(এসকেকে/এসপি/জানুয়ারি ২৯, ২০২৫)

পাঠকের মতামত:

২৯ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test