E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২০২৫ জানুয়ারি ২৮ ১৭:৩৯:০০
রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এম. রকিবুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সেলিম তালুকদার ও রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের দাতা সদস্য আলমগীর হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ তানিয়া খান।

গতকাল সোমবার দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার ১৬টি উভেন্ট প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হগয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করা হয় । শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং উপস্থিত অতিথিদের উৎসাহমূলক বক্তব্য অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

বিশেষ অতিথি মোঃ সেলিম তালুকদার বলেন, “এ ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের মানসিক এবং শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই প্রতিষ্ঠান আমাদের ভবিষ্যৎ প্রজন্ম গড়তে অসামান্য অবদান রাখছে।”

প্রতিষ্ঠানের পক্ষ থেকে অতিথিদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে অধ্যক্ষ তানিয়া খান।

(টিবি/এসপি/জানুয়ারি ২৮, ২০২৫)

পাঠকের মতামত:

২৮ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test