E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বাগেরহাট পুনাকের পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২০২৫ জানুয়ারি ২৬ ১৯:০২:৪৭
বাগেরহাট পুনাকের পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : নিজস্ব সংস্কৃতি ও গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে ধরতে দিনব্যাপী পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান পুলিশ নারী কল্যান সমিতি পুনাক। রবিবার সকালে বাগেরহাট পুলিশ লাইন স্কুল প্রাঙ্গণে বাগেরহাট পুনাকের সভানেত্রী শোভা আরিফ প্রধান অতিথি হিসেবে এই দিনব্যাপী পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন।

পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অন্যান্যের মধ্যে বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ লাইন স্কুলের অধ্যক্ষসহ পুলিশের উদ্ধতন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, বর্তমান প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতিসহ ও গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরতে পিঠা উৎসব যথেষ্ট গুরুত্ব বহন করে। এই পিঠা উৎসবে ৬টি স্টলে গ্রাম বাংলার ঐতিহ্য অর্ধশত বিভিন্ন প্রকার বাহারি পিঠা প্রদর্শন ও বিক্রি করা হয়। পিঠা উৎসব চলাকালে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সকলকে মুগ্ধ করে।

(এসএসএ/এএস/জানুয়ারি ২৬, ২০২৫)

পাঠকের মতামত:

১৪ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test