E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

'সংস্কারের নামে কালক্ষেপণ করবেন না, এদেশের মানুষ ভোট দিতে মুখিয়ে আছে'

২০২৫ জানুয়ারি ২৫ ২০:৪৬:০৬
'সংস্কারের নামে কালক্ষেপণ করবেন না, এদেশের মানুষ ভোট দিতে মুখিয়ে আছে'

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে বিপ্লবী কমিউনিস্ট লীগের একটি পথসভায় অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেছেন, 'সংস্কারের নামে কালক্ষেপণ করবেননা, দেশের মানুষ ভোট দিতে মুখিয়ে আছে'।

শনিবার বিকেল চারটায় ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে ওই সভাটি অনুষ্ঠিত হয়েছে।

সভায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, লুটপাট দুর্নীতি, চাঁদাবাজ ‌ অর্থ পাচারকারীদের বিচার , সাম্প্রদায়িকতা রোধ,কৃষি উপকরন‌ সহ ‌নিত্য প্রয়োজনীয় ‌দ্রব্যমূল্যের দাম কমানো, ভারতের সাথে জাতীয় স্বার্থ বিরোধীচুক্তি বাতিলের দাবিতে ওই পথসভার আয়োজন করে ওই বাম সংগঠনটি। সংগঠনের জেলা সভাপতি আব্দুল কাদের আজাদের সভাপতিত্বে অনুষ্ঠেয় ওই সভায় বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ‌ নজরুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর‌ সদস্য ‌কমরেড কাজী ফিরোজ, ফরিদপুর জেলা কমিটির সদস্য শহিদুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির নেতা ‌নজরুল ইসলাম,‌ সাংবাদিক হাসানুজ্জামান প্রমুখ।

এসময় বক্তারা অন্তবর্তীকালীন ‌সরকারকে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন দিয়ে জনগণের কাছে ‌ক্ষমতা হস্তান্তর করার দাবি জানিয়ে বলেন, 'সংস্কারের নামে কালক্ষেপণ করবেন না, এদেশের মানুষ ভোট দিতে চায়, ভোট দিয়ে তাদের নির্বাচিত প্রতিনিধিকে ক্ষমতা দেখতে চায়।

বক্তারা বলেন, 'যেই দলই ক্ষমতা আসুক না কেন একটা ‌ সুষ্ঠ নির্বাচনের নির্বাচনের মধ্য দিয়ে ‌জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করবেন।

তারা বলেন, ‌'যে অর্থ বাংলাদেশ থেকে এখন পর্যন্ত পাচার হয়েছে সেগুলো ফিরিয়ে আনতে হবে। তারা বলেন, 'একদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, অন্যদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্য বৃদ্ধিতে ‌সাধারণ মানুষ হতাশার মধ্যে জীবনযাপন করছে'। দেশের বেকার সমস্যা বেড়ে প্রকট আকার ধারণ করেছে উল্লেখ করে অবিলম্বে দেশের বন্ধ হওয়া সকল মিল-কারখানা চালু করতে ও দেশের বেকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

(আরআর/এএস/জানুয়ারি ২৫, ২০২৫)

পাঠকের মতামত:

২৫ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test