E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পলাশবাড়ীর কালীবাড়ী বাজারে ওয়েট মার্কেটের কাজ শুরু

২০২৫ জানুয়ারি ২৫ ১৯:২৯:৪৫
পলাশবাড়ীর কালীবাড়ী বাজারে ওয়েট মার্কেটের কাজ শুরু

রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীর কালীবাড়ী বাজারে ব্যবসায়ীদের সুবিধার্থে ওয়েট মার্কেটের কাজ শুরু হয়েছে। কাজটি করছেন মেসার্স মাসতুরা ইন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।

উক্ত ঠিকাদারী প্রতিষ্ঠানের আওতায় প্রায় ৯ কোটির টাকা ব্যয়ের ৫ টি প্যাকেজের একটি প্যাকেজে কাজ চলছে বলে জানিয়েছেন এলডিডিপির সুপার ভিশন ইঞ্জিনিয়ার ইমামুল হক। হাট বাজারের এসব উন্নয়নমূলক কাজ দেখে সন্তোষ প্রকাশ করেছেন সাধারন ব্যবসায়ী ও হাট-বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

ব্যবসায়ীরা জানান, একটু ঝড়-বৃষ্টি হলেই ক্রেতা- বিক্রেতারা চরম সমস্যায় পড়ে যায়, এখন এই সমস্যা থেকে মুক্তি পাবে ক্রেতা-বিক্রেতারা।

হাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোমেরুল ইসলাম ইমদাদুল বলেন,এতদিন খোলা আকাশের নিচে ব্যবসায়ীরা তাদের পণ্য বিক্রি করতো এখন তাদের এই কষ্ঠ লাঘব হবে।

সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু বলেন, একটু বৃষ্টি হলেই বাজারে পানি জমে থাকে,এতে ব্যবসায়ীদের অসুবিধা হয়।এখন আর এই সমস্যা থাকবে না।

পলাশবাড়ী পৌরসভার সহকারি প্রকৌশলী মর্তুজা এলাহী জানান, একটি প্যাকেজে ৪ টি সেড হবে তবে আরো একটি সেড বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

এলডিডিপির সুপারভিশন ইঞ্জিনিয়ার ইমামুল হক জানান, চলতি মাসের ১৯ তারিখ থেকে কাজ শুরু হয়েছে।আগামী ৬ মাসের মধ্যেই কাজ শেষ হবে আশা করা যায়।

ব্যবসায়ীদের সুবিধার্থে ওপেন সেড,প্লোট্রি সেড,মিড সেড,স্বাস্থ্য সম্মত সৌচাগার,সুপেয় পানির ব্যবস্থা করা হচ্ছে।

কালীবাড়ী হাট-বাজারের এমন উন্নয়নমূলক কাজ কর্মে সন্তোষ প্রকাশ করেছেন ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

(আরআই/এএস/জানুয়ারি ২৫, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test