E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

সুন্দরবনে পারশে মাছের পোনা আহরণ, ১০ জেলে আটক

২০২৫ জানুয়ারি ২৪ ১৮:৩৪:১৭
সুন্দরবনে পারশে মাছের পোনা আহরণ, ১০ জেলে আটক

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবৈধ ভাবে সুন্দরবনে প্রবেশ করে নদী খাল থেকে পারশে মাছের পোনা আহরণের অভিযোগে একটি ট্রলারসহ ১০ জেলেকে আটক করেছে বন বিভাগ। বৃহস্পতিবার দিবাগত রাতে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের বগুড়ার খাল এলাকায় আটক এসব জেলেদের ট্রলারে থাকা ৫০ হাজার পিস পারশে মাছের পোনা ম্যানগ্রোভ এই বনের নদীতে ফের অবমুক্ত করা হয়েছে।

আটক জেলেরা হচ্ছেন, ইউসুফ শেখ (৪৮), হাফিজ গাইন (৪৫), কামাল সানা (৪২), হালিম শেখ (৪০), শামিম শেখ (২৮), আজিজ গাজী (৩৮), জামাল শেখ (৪৫), হাবিব গাজী (৬৫), পিন্টু সানা (৪০) ও হাবিবুর রহমার সানা (৫০)। তাদের সবার বাড়ী খুলনার দাকোপ উপজেলার বিভিন্ন গ্রামে।

সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন কর্মকর্তা (এসও) সুরজিৎ চৌধুরী এতথ্য নিশ্চিত করে জানান, মশারি জাল দিয়ে একটি পারশে মাছের পোনা আহরণ করতে ১১৯ প্রজাতির চিংড়ি, ৩১ প্রজাতির অন্য মাছের পোনা ও ৩১২ প্রজাতির জলজ প্রাণীর রেণু বিনষ্ট হয়। এতে করে সুন্দরবনের নদীখালে মাছের উৎপাদন কমে আসছে। এজন্য শুধু পারশে মাছের রেণু পোনাই নয়, সব মাছের রেণু পোনা আহরণ সুম্পূর্ণ নিষিদ্ধ করেছে সুন্দরবন বিভাগ। এই অবস্থায় সুন্দরবনের নদী-খাল থেকে অবৈধ ভাবে পারশে মাছের পোনা আহরণের খবর আসে বন বিভাগের কাছে। এমন খবরে বৃহস্পতিবার দিবাগত ভোর রাতে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বগুড়া নদীর ঘাটে অভিযান চালায় বন বিভাগ। এসময় একটি ট্রলার আটক করা হয়। আটক করা ট্রলারে থাকা ১০ জেলের কাছ থেকে ৫০ হাজার পিস পারশে মাছের পোনা জব্দ করা হয়। পরে তা সুন্দরবনের নদীতে ফের অবমুক্ত করা হয়। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

(এসএসএ/এএস/জানুয়ারি ২৪, ২০২৫)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test