E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

গোপালগঞ্জে দৃষ্টিনন্দন অ্যাক্রোবোটিক শো

২০২৫ জানুয়ারি ২৪ ১৫:২১:৫৯
গোপালগঞ্জে দৃষ্টিনন্দন অ্যাক্রোবোটিক শো

গোপালগঞ্জ প্রতিনিধি : দম আটকানো শারীরিক কসরত।একচুল এদিক-ওদিক হলেই শরীরের ভারসাম্য নষ্ট হওয়ার সম্ভাবনা।তাসের ওপর তাস নয়, এ তো দেহের ওপর দেহ সাজানোর খেলা।মনোমুগ্ধকর আয়োজন শ্বাসরুদ্ধকর অনুভূতিরই জন্ম দিল দর্শকদের মনে।দেশের অ্যাক্রোব্যাট শিল্পীরাই প্রমাণ দিলেন তাঁরাও পিছিয়ে নেই।

বৃহস্পতিবার রাতে শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমী মনোমুগন্ধকর এ অ্যাক্রোবোটিক শোর আয়োজন করে।বাংলাদেশ শিল্পকলা একাডেমীর শিল্পীরা অ্যাক্রোবেটিক শোতে অংশ নেয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি ও পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বক)মোঃ গোলাম কবির।

শিল্পমাধ্যম সার্কাসের প্রধানতম অঙ্গ অ্যাক্রোবেটিক শিল্প সমগ্র পৃথিবীতে সমাদৃত ও মর্যাদাপূর্ণ। অ্যাক্রোবেটিক শো দেখতে অনুষ্ঠান স্থলে ভীড় করে শিশু-নারীসহ নানা বয়সের দর্শনার্থী।জমজমাট অ্যাক্রোবেটিক শো দেখে চোখের পাতাও ফেলতে পারেনি দর্শকরা।বাংলাদেশ শিল্পকলা একাডেমির এই অ্যাক্রোবেটিক দল আক্ষরিক অর্থেই গোপালগঞ্জের দর্শকদের মন জয় করে নেয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, তারুণ্যের উৎসবের অনুসঙ্গ হিসেবে এখানে অ্যাক্রোবেটিক শো করা হয়েছে। তরুণ প্রজন্মকে নতুন ভাবনায় দেশকে উন্নত করার প্রত্যয়ে আমাদের এই আয়োজন। আমরা আশা করি এ আয়োজন সবাইকে আনন্দ দিয়েছে। এখানে উপস্থিত সবার মধ্যে নতুন উদ্যাম সঞ্চার হয়েছে। এর মধ্যদিয়ে নতুন ভাবে দেশ গড়ার অবস্থান সৃষ্টি হয়েছে।

(এমএস/এএস/জানুয়ারি ২৪, ২০২৫)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test