E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

চৌগাছার বল্লভপুর বাওড় থেকে কোটি টাকার মাছ লুট, ব্যবস্থা গ্রহণের নির্দেশ

২০২৫ জানুয়ারি ২৩ ১৯:৪৪:১৪
চৌগাছার বল্লভপুর বাওড় থেকে কোটি টাকার মাছ লুট, ব্যবস্থা গ্রহণের নির্দেশ

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বল্লভপুর বাওড় থেকে চার মাসে কোটি টাকার মাছ লুটের বিষয়ে তদন্তপূর্বক জেলা প্রশাসককে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। গত ১৪ জানুয়ারি ভূমি মন্ত্রণালয়ের সায়রাত-১ শাখার উপসচিব মো. রুহুল আমিন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, ২০২৪ সালের ২০ ডিসেম্বর দৈনিক জনকণ্ঠ পত্রিকায় ‘ চৌগাছার বল্লভপুর বাওড় থেকে চার মাসে কোটি টাকার মাছ লুট’ শিরোনামে প্রকাশিত সংবাদের পেপার ক্লিপিং-এর চিত্রপ্রতিতিলিপি এতদসঙ্গে প্রেরণ করা হল। এমতাবস্থায় প্রকাশিত সংবাদের সতত্যা পাওয়া গেলে সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতি, ২০০৯ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক ভূমি মন্ত্রণালয়কে অবহিত করার জন্য নির্দেশক্রমে বলা হলো।’

চৌগাছা উপজেলার বল্লভপুর বাওড় জলমহালটি ইজারা নিয়ে মাছ চাষ করছে বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতি। ভূমি মন্ত্রণালয় থেকে ইজারা নেওয়া এ বাওড়টির মাছ স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির একাংশের নেতাকর্মীরা গত ৫ আগস্ট থেকে দখল করে নিয়েছে। তারা টানা চার মাস ধরে প্রায় এক কোটি টাকার মাছ লুট করেছে। ১২ ডিসেম্বর সমিতির সদস্যরা মাছ ধরতে গেলে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের ক্যাডারদের বাধার মুখে পড়ে। সশস্ত্র ক্যাডার বাহিনী হিন্দুপাড়ায় মহড়া দিয়ে প্রাণনাশের হুমকি দেয় এবং মাছ ধরার জাল ও নৌকা কেড়ে নেয়। এর ফলে সমিতির সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

(এসএমএ/এএস/জানুয়ারি ২৩, ২০২৫)

পাঠকের মতামত:

২৪ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test